প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ের আগেই মুম্বই শিবিরে জনি বেয়ারস্টো

Date:

Share post:

প্লেঅফের আগে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) শিবিরে তিন বদল। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) এবার দলে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ জিততে পারলেই প্লেঅফে জায়গা পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। তার আগেই তাদের দলে তারকা ব্রিটিশ ক্রিকেটার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে জনি বেয়ারস্টো(Jonny Bairstow) নিজেই তাঁর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তিনি ছাড়াও অবশ্য আরও দুজনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)।

স্থগিতের পর ফের আইপিএল(IPL) শুরু হলে বিসিসিআইয়ের(BCCI) তরফে নতুন নিয়ম শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে অনেক বিদেশি ক্রিকেটাররাই আসেননি। এছাড়াও দেশের হয়ে খেলার জন্য অনেকে চলেও যাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ফিরে গিয়েছেন উইল জ্যাকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন তিনি। সেই জায়গাতেই জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জার্সিতে নামার জন্য মুখিয়ে রয়েছেন বেয়ারস্টো।

জনি বেয়ারস্টো সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “মুম্বই ইন্ডিয়ান্সে আমি যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ধন্যবাদ আমার কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারকে। তারা আমাকে যোগ দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। এখন শুধুই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছি”।

চলতি মরসুমে বেশ ভালো ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন জনি বেয়ারস্টো। এবারের কাউন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কাউন্টি ক্রিকেটের মঞ্চে ১২ ম্যাচে ৫২৫ রান করে ফেলেছেন জনি বেয়ারস্টো। সেই পারফরম্যান্স দেখেই যে এই তারকা ক্রিকেটারকে ৫.২৫ কোটি টাকায় দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

শুধুমাত্র এই একজনই নন। প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ে নামার আগে আরও দুই ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটনের পরিবর্তে রিচার্ড গ্লিসনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে চরিথ আসালঙ্কাকে বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পরেই। লড়াইটা কঠিন হলেও, মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ জিতেই প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

spot_img

Related articles

সাম্বা ঝলক দেখালেন রবসন, প্রস্তুতি ম্যাচে কেমন খেলল মোহনবাগান?

ডুরান্ড কাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে এসিএলের (ACL 2) লক্ষ্যে  প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। মঙ্গলবার কিশোর ...

বাড়ছে পুরস্কার মূল্য, এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

মঙ্গলবার এশিয়া কাপের ( Asia Cup) বোধন। এবার এশিয়া কাপে  থাকছে আর্কষণীয় পুরস্কারমূল্য। চ্যাম্পিয়ন থেকে রানার্স দলের থাকছে...

ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েও হাসপাতালে রোহিত, কিন্তু কেন?

কয়েক দিন আগেই বিসিসিআইয়ের(BCCI) ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু সোমবার মধ্যরাতেই হাসপাতালে ছুটলেন  ভারতের...

শক্তিশালী ওমানের বিরুদ্ধে জয়, স্বপ্ন দেখাচ্ছেন খালিদ

কাফা কাপের তৃতীয়স্থান নির্ধারক ম্যাচে ওমানের বিরুদ্ধে জিতল ভারত। নির্ধারিত সময়ে এমনকি অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১।...