Wednesday, August 20, 2025

প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ের আগেই মুম্বই শিবিরে জনি বেয়ারস্টো

Date:

প্লেঅফের আগে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) শিবিরে তিন বদল। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) এবার দলে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ জিততে পারলেই প্লেঅফে জায়গা পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। তার আগেই তাদের দলে তারকা ব্রিটিশ ক্রিকেটার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে জনি বেয়ারস্টো(Jonny Bairstow) নিজেই তাঁর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তিনি ছাড়াও অবশ্য আরও দুজনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)।

স্থগিতের পর ফের আইপিএল(IPL) শুরু হলে বিসিসিআইয়ের(BCCI) তরফে নতুন নিয়ম শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে অনেক বিদেশি ক্রিকেটাররাই আসেননি। এছাড়াও দেশের হয়ে খেলার জন্য অনেকে চলেও যাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ফিরে গিয়েছেন উইল জ্যাকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন তিনি। সেই জায়গাতেই জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জার্সিতে নামার জন্য মুখিয়ে রয়েছেন বেয়ারস্টো।

জনি বেয়ারস্টো সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “মুম্বই ইন্ডিয়ান্সে আমি যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ধন্যবাদ আমার কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারকে। তারা আমাকে যোগ দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। এখন শুধুই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছি”।

চলতি মরসুমে বেশ ভালো ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন জনি বেয়ারস্টো। এবারের কাউন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কাউন্টি ক্রিকেটের মঞ্চে ১২ ম্যাচে ৫২৫ রান করে ফেলেছেন জনি বেয়ারস্টো। সেই পারফরম্যান্স দেখেই যে এই তারকা ক্রিকেটারকে ৫.২৫ কোটি টাকায় দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

শুধুমাত্র এই একজনই নন। প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ে নামার আগে আরও দুই ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটনের পরিবর্তে রিচার্ড গ্লিসনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে চরিথ আসালঙ্কাকে বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পরেই। লড়াইটা কঠিন হলেও, মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ জিতেই প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version