Friday, November 7, 2025

জম্মু ও কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন: তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

Date:

পাক হামলায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এলাকা পরিদর্শন করে স্থানীয়দের খাদ্য বাসস্থান থেকে বাড়িতে নিরাপত্তার জন্য বাঙ্কার তৈরির উদ্যোগও নিয়েছেন। এবার সেই কাশ্মীরের (Jammu and Kashmir) পাশে দাঁড়াতে এবার দলীয় নেতৃত্বকে নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। সেই মতো ২১ মে থেকে ২৩ মে কাশ্মীরের একাধিক এলাকায় পরিদর্শন করবেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

রাজ্যের যে কোনও এলাকায় প্রাকৃতিক বিপর্যয় থেকে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেই সব এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতাকর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেক ক্ষেত্রে নিজে গিয়ে মানুষের পাশে দাঁড়ান। রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরেও একইভাবে মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার সেই মতো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরির বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাবেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

এই প্রতিনিধিদলে থাকছেন সাংসদ, সাংসদ নাদিমুল হক, সাংসদ সাগরিকা ঘোষ, সাংসদ মমতাবালা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। পাকিস্তানী সেনার হামলায় পুঞ্চ, রাজৌরিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত শ্রীনগরের অনেকাংশও। সেই সব এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধিরা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version