Saturday, August 23, 2025

বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে রওনা অভিষেকের

Date:

ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) ও পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াই সম্পর্কে গোটা বিশ্বকে জানাতে বুধবার রওনা হল সর্বদলীয় প্রতিনিধিদল। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবেন প্রতিনিধিরা। এই দলে রয়েছেন রাষ্ট্রদূত মোহন কুমার, তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বিজেপি সাংসদ ব্রিজ লাল, অপরাজিতা সারনাগি, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা, সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদতকারী পাকিস্তানের মুখোশ খুলে দেবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

পহেলগাম হামলার প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK ) একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে শাহবাজ শরিফের দেশের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি বরং বেছে বেছে জঙ্গিদের নিশানা করা হয়েছে। অথচ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে। সন্ত্রাসে মদতকারী এই দেশের মুখোশ খুলে দিতে এবার ভারতের প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বরাবরই বলেছেন, দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রাধান্য দিতে হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করে প্রতিনিধি দলের সদস্যের কথা বললে, বাংলার মুখ্যমন্ত্রী অভিষেকের নাম প্রস্তাব করেন। সেই মতো এদিন সাতসকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন। এয়ারপোর্টে অবশ্য কিছু বলতে চাননি অভিষেক। ঘড়ি দেখিয়ে বুঝিয়ে দেন ফ্লাইটের সময় হয়ে গেছে। আগামী কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়াতে সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকসহ সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version