Sunday, December 28, 2025

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

Date:

Share post:

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) স্ত্রীর দুই ভোটার তালিকায় নাম! তথ্য তুলে অভিযোগ জানানো হয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে চিফ ইলেকশন কমিশনার, লোকসভার স্পিকার, বাংলার রাজ্যপাল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অভিযোগ করেছেন বালুরঘাটের বাসিন্দা জনৈকা পারমিতা ঘোষ (Paramita Ghosh)। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককেও এই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। তাঁর পাঠানো অভিযোগের সঙ্গে পারমিতা ঘোষ বেশ কিছু নথি জমা দিয়েছেন। আর তাতেই দেখা যাচ্ছে জলপাইগুড়ি এবং বালুরঘাট দু জায়গাতেই সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর (Koyel Chodhury) নাম রয়েছে। এবং সেই ভোটার কার্ড অনুযায়ী বালুরঘাট ও জলপাইগুড়ি দু জায়গাতেই নাম রয়েছে কোয়েলের।

রাজ্যে ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকানো হচ্ছে। এই অভিযোগে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির অভিযোগ ছিল অনেকের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর সেই বিতর্কের মাঝেই খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুটো ভোটার তালিকায় থাকার অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। এই অভিযোগ পত্রটি যেহেতু রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে, সেই কারণেই তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

অভিযোগকারী পারমিতা, কোয়েল চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়েরেরও আর্জি জানিয়েছেন। যেহেতু সুকান্ত মজুমদার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই কারণে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। কারণ স্ত্রীর দুটি ভোটার কার্ডের তথ্য তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজেও দাবি জানিয়েছেন পারমিতা।

আরও পড়ুন – বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...