Monday, August 11, 2025

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

Date:

Share post:

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) স্ত্রীর দুই ভোটার তালিকায় নাম! তথ্য তুলে অভিযোগ জানানো হয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে চিফ ইলেকশন কমিশনার, লোকসভার স্পিকার, বাংলার রাজ্যপাল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অভিযোগ করেছেন বালুরঘাটের বাসিন্দা জনৈকা পারমিতা ঘোষ (Paramita Ghosh)। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককেও এই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। তাঁর পাঠানো অভিযোগের সঙ্গে পারমিতা ঘোষ বেশ কিছু নথি জমা দিয়েছেন। আর তাতেই দেখা যাচ্ছে জলপাইগুড়ি এবং বালুরঘাট দু জায়গাতেই সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর (Koyel Chodhury) নাম রয়েছে। এবং সেই ভোটার কার্ড অনুযায়ী বালুরঘাট ও জলপাইগুড়ি দু জায়গাতেই নাম রয়েছে কোয়েলের।

রাজ্যে ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকানো হচ্ছে। এই অভিযোগে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির অভিযোগ ছিল অনেকের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর সেই বিতর্কের মাঝেই খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুটো ভোটার তালিকায় থাকার অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। এই অভিযোগ পত্রটি যেহেতু রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে, সেই কারণেই তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

অভিযোগকারী পারমিতা, কোয়েল চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়েরেরও আর্জি জানিয়েছেন। যেহেতু সুকান্ত মজুমদার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই কারণে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। কারণ স্ত্রীর দুটি ভোটার কার্ডের তথ্য তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজেও দাবি জানিয়েছেন পারমিতা।

আরও পড়ুন – বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফাঁকা সংসদে ফাঁক তালে পাস আয়কর বিল, যুক্ত হল ২৮৫ সংশোধনী

ফাঁকা সংসদে আয়কর বিল (Income Tax Bill) পাশ করে নিল কেন্দ্রের মোদি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman)...

ক্যাট কুমার! এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে

কুকুর, ট্র্যাক্টর সেসব এখন অতীত। এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে। আবেদনকারীর নাম 'ক্যাট কুমার'...

লোক কম মানে কাজ হচ্ছে: পাড়ায় সমাধান ক্যাম্প নিয়ে বিতর্ক মিটিয়ে জানালেন CPI কাউন্সিলর

অভিযোগ ছিল, ৯২ নম্বর ওয়ার্ডে CPI কাউন্সিলরকে বাদ দিয়ে হচ্ছে 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্প। তবে, সোমবার কাউন্সিলর...

নবান্ন অভিযানের নামে অসভ্যতা, আদালতের নির্দেশ অমান্য! পাঁচটি এফআইআর দায়ের করল লালবাজার

নবান্ন (Nabanna) অভিযানের নামে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে গদ্দার বাহিনী। কলকাতা হাইকোর্টের তরফে সুনির্দিষ্ট ভাবে বেশ কিছু নির্দেশিকা...