Thursday, May 22, 2025

বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

Date:

বালোচ জঙ্গিদের নিশানায় এবার পাকিস্তানের স্কুল পড়ুয়ারা। সেনা সম্পর্কিত সব ক্ষেত্রকেই যে বালোচের স্বাধীনতাকামী জঙ্গিরা নিশানা করতে চলেছে, কার্যত এই বার্তাই বুধবারের হামলায় দিতে চেয়েছে বালোচ (Balochistan) জঙ্গিরা। যদিও হামলার পরেই নিজের দেশের সমস্যাকে ভারতের ঘাড়ে ঠেলার চেষ্টা করেছে পাকিস্তানের শাহবাজ (Shahbaz Sharif) সরকার। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে সেই দাবিকে অবান্তর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার ভোরে পাকিস্তানের বালুচিস্তান (Balochistan) এলাকার দক্ষিণ-পশ্চিমের কুজদার জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর্মি পাবলিক স্কুলের একটি স্কুল বাসে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও বাসের চালক ও সহকারীর। ঘটনার সময়ে বাসটিতে ৪৬ জন স্কুল পড়ুয়া ছিল। বাসটিতে আইইডি (EID) বিস্ফোরণ ঘটানো হয়। ফলে বিস্ফোরণে আহতের সংখ্যা অন্তত ৩৮। সকলেই স্কুল পড়ুয়া।

এই হামলার পরে কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তারপরই কার্যত ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতের ছদ্ম নাশকতামূলক হামলাকে এই হামলার জন্য দায়ী করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেন, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে দায়ী। কার্যত বালোচ জঙ্গিদের ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করার চেষ্টা চালায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ তোলার পরই সরব ভারতের বিদেশমন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়, কুজদারের হামলার সঙ্গে কোনওভাবে ভারত যুক্ত নয়। পাকিস্তানের এই ভিত্তিহীন দাবিকে ভারত সরাসরি নাকচ করছে। এই ধরনের সব হামলায় প্রাণ হারানোদের প্রতি ভারতের সমবেদনা রয়েছে। তবে সন্ত্রাসবাদ সমর্থক হিসাবে পাকিস্তানের প্রতি গোটা বিশ্বের যে মনোভাব, তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা জারি রেখেছে তারা। সব আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দায়ী করা পাকিস্তানের দ্বিতীয় পন্থা হয়ে দাঁড়িয়েছে।

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version