Friday, November 7, 2025

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

Date:

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) স্ত্রীর দুই ভোটার তালিকায় নাম! তথ্য তুলে অভিযোগ জানানো হয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে চিফ ইলেকশন কমিশনার, লোকসভার স্পিকার, বাংলার রাজ্যপাল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অভিযোগ করেছেন বালুরঘাটের বাসিন্দা জনৈকা পারমিতা ঘোষ (Paramita Ghosh)। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককেও এই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। তাঁর পাঠানো অভিযোগের সঙ্গে পারমিতা ঘোষ বেশ কিছু নথি জমা দিয়েছেন। আর তাতেই দেখা যাচ্ছে জলপাইগুড়ি এবং বালুরঘাট দু জায়গাতেই সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর (Koyel Chodhury) নাম রয়েছে। এবং সেই ভোটার কার্ড অনুযায়ী বালুরঘাট ও জলপাইগুড়ি দু জায়গাতেই নাম রয়েছে কোয়েলের।

রাজ্যে ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকানো হচ্ছে। এই অভিযোগে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির অভিযোগ ছিল অনেকের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর সেই বিতর্কের মাঝেই খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুটো ভোটার তালিকায় থাকার অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। এই অভিযোগ পত্রটি যেহেতু রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে, সেই কারণেই তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

অভিযোগকারী পারমিতা, কোয়েল চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়েরেরও আর্জি জানিয়েছেন। যেহেতু সুকান্ত মজুমদার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই কারণে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। কারণ স্ত্রীর দুটি ভোটার কার্ডের তথ্য তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজেও দাবি জানিয়েছেন পারমিতা।

আরও পড়ুন – বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version