Thursday, May 22, 2025

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

Date:

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) স্ত্রীর দুই ভোটার তালিকায় নাম! তথ্য তুলে অভিযোগ জানানো হয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে চিফ ইলেকশন কমিশনার, লোকসভার স্পিকার, বাংলার রাজ্যপাল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অভিযোগ করেছেন বালুরঘাটের বাসিন্দা জনৈকা পারমিতা ঘোষ (Paramita Ghosh)। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককেও এই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। তাঁর পাঠানো অভিযোগের সঙ্গে পারমিতা ঘোষ বেশ কিছু নথি জমা দিয়েছেন। আর তাতেই দেখা যাচ্ছে জলপাইগুড়ি এবং বালুরঘাট দু জায়গাতেই সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর (Koyel Chodhury) নাম রয়েছে। এবং সেই ভোটার কার্ড অনুযায়ী বালুরঘাট ও জলপাইগুড়ি দু জায়গাতেই নাম রয়েছে কোয়েলের।

রাজ্যে ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকানো হচ্ছে। এই অভিযোগে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির অভিযোগ ছিল অনেকের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর সেই বিতর্কের মাঝেই খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুটো ভোটার তালিকায় থাকার অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। এই অভিযোগ পত্রটি যেহেতু রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে, সেই কারণেই তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

অভিযোগকারী পারমিতা, কোয়েল চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়েরেরও আর্জি জানিয়েছেন। যেহেতু সুকান্ত মজুমদার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই কারণে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। কারণ স্ত্রীর দুটি ভোটার কার্ডের তথ্য তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজেও দাবি জানিয়েছেন পারমিতা।

আরও পড়ুন – বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version