Thursday, May 22, 2025

বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

Date:

বালোচ জঙ্গিদের নিশানায় এবার পাকিস্তানের স্কুল পড়ুয়ারা। সেনা সম্পর্কিত সব ক্ষেত্রকেই যে বালোচের স্বাধীনতাকামী জঙ্গিরা নিশানা করতে চলেছে, কার্যত এই বার্তাই বুধবারের হামলায় দিতে চেয়েছে বালোচ (Balochistan) জঙ্গিরা। যদিও হামলার পরেই নিজের দেশের সমস্যাকে ভারতের ঘাড়ে ঠেলার চেষ্টা করেছে পাকিস্তানের শাহবাজ (Shahbaz Sharif) সরকার। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে সেই দাবিকে অবান্তর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার ভোরে পাকিস্তানের বালুচিস্তান (Balochistan) এলাকার দক্ষিণ-পশ্চিমের কুজদার জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর্মি পাবলিক স্কুলের একটি স্কুল বাসে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও বাসের চালক ও সহকারীর। ঘটনার সময়ে বাসটিতে ৪৬ জন স্কুল পড়ুয়া ছিল। বাসটিতে আইইডি (EID) বিস্ফোরণ ঘটানো হয়। ফলে বিস্ফোরণে আহতের সংখ্যা অন্তত ৩৮। সকলেই স্কুল পড়ুয়া।

এই হামলার পরে কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তারপরই কার্যত ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতের ছদ্ম নাশকতামূলক হামলাকে এই হামলার জন্য দায়ী করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেন, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে দায়ী। কার্যত বালোচ জঙ্গিদের ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করার চেষ্টা চালায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ তোলার পরই সরব ভারতের বিদেশমন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়, কুজদারের হামলার সঙ্গে কোনওভাবে ভারত যুক্ত নয়। পাকিস্তানের এই ভিত্তিহীন দাবিকে ভারত সরাসরি নাকচ করছে। এই ধরনের সব হামলায় প্রাণ হারানোদের প্রতি ভারতের সমবেদনা রয়েছে। তবে সন্ত্রাসবাদ সমর্থক হিসাবে পাকিস্তানের প্রতি গোটা বিশ্বের যে মনোভাব, তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা জারি রেখেছে তারা। সব আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দায়ী করা পাকিস্তানের দ্বিতীয় পন্থা হয়ে দাঁড়িয়েছে।

Related articles

শ্রীনগরে দুর্যোগে বিমান, অল্পের জন্য রক্ষা তৃণমূলের প্রতিনিধিদলের

অল্পের জন্যে প্রাণে রক্ষা পেল কাশ্মীরগামী তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার বিকেলে দিল্লি থেকে ইন্ডিগো ৬ই২১৪২ বিমানে শ্রীনগর রওনা...

রাজা রামমোহন রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy) সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য, ভারতে সামাজিক ও শিক্ষাগত সংস্কার...

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...
Exit mobile version