Monday, November 3, 2025

বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

Date:

বালোচ জঙ্গিদের নিশানায় এবার পাকিস্তানের স্কুল পড়ুয়ারা। সেনা সম্পর্কিত সব ক্ষেত্রকেই যে বালোচের স্বাধীনতাকামী জঙ্গিরা নিশানা করতে চলেছে, কার্যত এই বার্তাই বুধবারের হামলায় দিতে চেয়েছে বালোচ (Balochistan) জঙ্গিরা। যদিও হামলার পরেই নিজের দেশের সমস্যাকে ভারতের ঘাড়ে ঠেলার চেষ্টা করেছে পাকিস্তানের শাহবাজ (Shahbaz Sharif) সরকার। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে সেই দাবিকে অবান্তর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার ভোরে পাকিস্তানের বালুচিস্তান (Balochistan) এলাকার দক্ষিণ-পশ্চিমের কুজদার জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর্মি পাবলিক স্কুলের একটি স্কুল বাসে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও বাসের চালক ও সহকারীর। ঘটনার সময়ে বাসটিতে ৪৬ জন স্কুল পড়ুয়া ছিল। বাসটিতে আইইডি (EID) বিস্ফোরণ ঘটানো হয়। ফলে বিস্ফোরণে আহতের সংখ্যা অন্তত ৩৮। সকলেই স্কুল পড়ুয়া।

এই হামলার পরে কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তারপরই কার্যত ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতের ছদ্ম নাশকতামূলক হামলাকে এই হামলার জন্য দায়ী করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেন, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে দায়ী। কার্যত বালোচ জঙ্গিদের ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করার চেষ্টা চালায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ তোলার পরই সরব ভারতের বিদেশমন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়, কুজদারের হামলার সঙ্গে কোনওভাবে ভারত যুক্ত নয়। পাকিস্তানের এই ভিত্তিহীন দাবিকে ভারত সরাসরি নাকচ করছে। এই ধরনের সব হামলায় প্রাণ হারানোদের প্রতি ভারতের সমবেদনা রয়েছে। তবে সন্ত্রাসবাদ সমর্থক হিসাবে পাকিস্তানের প্রতি গোটা বিশ্বের যে মনোভাব, তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা জারি রেখেছে তারা। সব আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দায়ী করা পাকিস্তানের দ্বিতীয় পন্থা হয়ে দাঁড়িয়েছে।

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...
Exit mobile version