সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে। হাওয়া অফিস (Weather Department) জানাচ্ছে, বুধবার দুপুর বারোটা নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ৩৬ ডিগ্রিতে পৌঁছেছে, যদিও গরম অনুভূত হচ্ছে প্রায় ৪৪ ডিগ্রির মতো। দুপুরের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এসবের মাঝেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরেও।

পূর্ব মধ্য আরবসাগর ও কর্ণাটক উপকূলে ২১ মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। এছাড়া একটি অক্ষরেখা পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাব রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হবে। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলায়।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–
–