২০১৬ এসএসসি চাকরি বাতিল মামলায় নতুন নির্দেশিকা সুপ্রিম কোর্টের। ডিসেম্বরের মধ্যে নতুনভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ। এবার সুপ্রিম কোর্টের অন্য এক বেঞ্চের নির্দেশে ব়্যাঙ্ক জাম্পে (rank jump) অভিযুক্ত যারা, তারা পরীক্ষাতেই বসতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হল। যদিও চাকরিহারা শিক্ষকরা (SSC teachers) পরীক্ষা দেবেন না বলেই জেদে অনড় হয়ে লাগাতার বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

যোগ্য ও অযোগ্য (tainted-untainted) তালিকা সিবিআই (CBI) পৃথক করতে না পারায় এক ঝটকায় চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর। ওএমআর শিট সমস্যায় এসএসসি-র পক্ষে যে সেই পৃথকীকরণ সম্ভব নয়, তাও জানানো হয়েছে আদালতে। তবে একদিকে স্কুল পড়ুয়া, অন্য়দিকে ২৬ হাজার শিক্ষকের ভবিষ্য়তের কথা ভেবে রাজ্য, এসএসসি, শিক্ষকদের সংগঠন সব পক্ষই ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। তবে সেই মামলার শুনানির আগেই পরীক্ষায় একশ্রেণির চাকরিহারাদের বসতে না দেওয়ার নির্দেশ জারি সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বুধবার এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্পষ্ট করে দেওয়া হয়, সরাসরি ব়্যাঙ্ক জাম্পে অভিযুক্ত যারা তারা অযোগ্য (tainted) চাকরিপ্রার্থী। SSC-র দেওয়া হিসেব অনুযায়ী নবম-দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি ১৮৫ এবং একাদশ -দ্বাদশ র্যাঙ্ক জাম্প চাকরি ৩৯ জনের। তারা নতুন করে নিয়োগের যে পরীক্ষা হবে তাতে বসতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত (Supreme Court)।

–

–

–
–

–
–

–

–

–

–

–
