Friday, May 23, 2025

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

Date:

Share post:

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা বলেছিলেন। এবার শাসক গোষ্ঠীর ইস্তেহার প্রকাশ। বিরোধিরা ১৪টি প্রতিশ্রুতির কথা বলেছিলেন। আর দেবাশিস দত্তের(Debashis Dutta) নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর ইস্তেহারে এবার ১৮টি প্রতিশ্রুতির উল্লেখ। সেখানে অত্যাধুনিক মিউজিয়াম, স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়াম থেকে ফুটবলার তুলে আনার জন্য গোলশ্রী প্রকল্প। এরকম মিলিয়ে প্রায় ১৮ দফা প্রতিশ্রুতির কথাই ঘোষণা করা হয়েছে মোহনবাগানের(Mohunbagan) শাসক গোষ্ঠীর তরফে।

নমিনেশন জমা দেওয়ার দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণারই অপেক্ষা। আর সময় যত এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে আরও শান দিচ্ছে দুই গোষ্ঠীই। এদিন প্রায় তিন পাতার একটি ইস্তেহার প্রকাশ করেছে দেবাশিস দত্তর(Debashis Dutta) নেতৃত্বাধীন শিবির। সেখানে যেমন তিন বছরে তারা কী করেছে, তার উল্লেখ রয়েছে। তেমন ক্ষমতায় এলে কী করা হবে তারও উল্লেখ রয়েছে। কার্যত ময়দন জুড়ে এখন শুধুই যেন মোহনবাগান নির্বাচনের(Mohunbagan Election) দামাম শোনাযাচ্ছে।

মোহনবাগান শাসক গোষ্ঠীর ইস্তেহার

  • মোহনবাগানের গর্বের ঐতিহ্যকে সদস্য সমর্থকদের সামনে তুলে ধরার জন্য একটি অত্যাধুনিক সংগ্রহশালা তৈরি করার পরিকল্পনা। স্মৃতি বিজরিত মূল্যবান স্মারক রাখার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ক্লাবে ইতিহাস বর্ণা করা হবে। সুসজ্জিত একটি ট্রফি ক্যাবিনেট। ক্লাবের ট্রফি ও অন্যান্য ট্রফির অরিজিনাল রেপ্লিকা থাকবে যেখানে।
  • জাতীয় পর্যায়ে সর্বোচ্চ স্তরে সাফল্য লাভের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টেও যাতে আমরা সফল হতে পারি সেই ব্যপারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে ফুটবল কোম্পানির সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে।
  • নতুন ফুটবলার তুলে আনার জন্য ১০-১২ বছর বয়সী খেলোয়ারদের নিয়ে ফুবল স্কুল তৈরি করা হবে গোলশ্রী প্রকল্পের মাধ্যমে।
  • ফুটবল স্কুলের সঙ্গে স্বংসম্পূর্ণ মাঠ ও স্টেডিয়াম নিয়ে মোহনবাগান ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য।
  • শক্তিশালী মহিলা ফুটবল দল তৈরি করা হবে।
  • প্রাক্তন মোহনবাগান খেলোয়াড়দের জন্য একটি বিশেষ সাম্মানিক কার্ডের ব্যাবস্থা করা যার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা প্রাক্তন ফুটবলারদের দেওয়া হবে। সেইসঙ্গে প্লোয়ার্স কর্ণার।
  • ৫০ বছরের পুরনো সদস্যদের মোহনবাগান দিবসে সম্মানিত করা এবং তাদের জন্য মোহনবাগান জিনি নামে একটি পরিষেবা চালু করা। যার ফলে বিনামূল্যে খেলার টিকিট পৌঁছে যাবে তাদের কাছে।
  • হাওড়া, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় টিকিট বন্টন কেন্দ্র খোলা হবে , যেখান থেকে সদস্যরা ওদের মেম্বারশিপ কার্ড দেখিয়ে টিকিট সংগ্রহ করতে পারবে।
  • মেম্বার্স গ্যালারীটা সম্পূর্ণ ঢাকার ব্যবস্থা করার উদ্যোগ।
  • সদস্য গ্যালারীর শেষপ্রান্ত যেটা ভগ্নপ্রায় অবস্থা, সেটি সংস্কার করা।
  • ফুটসল এবং পিকলবল কোর্ট তৈরি করার ভাবনা।
  • মার্চেন্ডাইজ ও অনলাইন ই কমার্স ব্যবস্থার মাধ্যমে ভারত সহ গোটা বিশ্বে সদস্য সমর্থকরা বিভিন্ন সংগ্রহ করতে পারবে।
  • পশ্চিমবঙ্গে আরও কয়েকটি জেলার শহরে রাস্তার নামকরণ মোহনবাগানের নামে করার উদ্যোগ।
  • ক্লাবের একটি মেম্বারশিপ ডিরেক্টরি প্রকাশ করা হবে যেটি হাতে নিলে সদস্যরা অন্যান্য সদস্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ক্লাবের ওয়েবসাইটে সদস্যদের তালিকা প্রকাশ করা হবে।
  • কলকাতা ফুটবল লিগে দলের খেলা মোহনবাগান মাঠেই ফ্লাডলাইটে করার ভাবনা।
  • বিশেষভাবে সক্ষম সদস্য যারা রয়েছেন, তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার পরিকল্পনা।
  • ২৯ জুলাই যারা সেরা সমর্থকদের সম্মান পাবেন, তাদের আজীবন সদস্যপদ দেওয়ার পরিকল্পনা।

এদিন আরও নানান বিষয় নিয়েই মুখ খুলেছেন দেবাশিস দত্ত। সম্প্রতি মোহনবাগান নির্বাচন ঘিরে ওপরওয়ালার নির্দেশ- এই মন্তব্য নিয়ে নানান চর্চা চলছিল। তাও পরিস্কার করে দিয়েছেন মোহনবাগানের শাসকগোষ্ঠীর নেতা। সেই ওপরওয়ালা আর কেউ নন স্বয়ং ভগবান। এই নির্বাচনের সঙ্গে রাজনীতির যে কোনও সম্পর্ক নেই তা বারবারই বলে পরিস্কার করে দিয়েছেন তিনি।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ‘অভব্য’ আচরণ বিক্ষোভকারীদের! নিন্দা তৃণমূলের

আদালত বলেছিল, শিক্ষকরা শিক্ষকদের মতো আচরণ করুন। তার পরেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে অভব্য আচরণ...