Thursday, May 22, 2025

দলেরই মহিলাকে গণধর্ষণের পরে মুখে প্রস্রাব-বিষাক্ত ইঞ্জেকশন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR

Date:

চূড়ান্ত ন্যাক্কারজনক ঘটনা! কর্নাটকে (Karnatak) নিজেরই দলের মহিলা কর্মীকে গণধর্ষণ, মুখে প্রস্রাব করে দেওয়া ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক মুনিরত্ন এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। আরএমসি ইয়ার্ড থানায় বিজেপি বিধায়ক মুনিরত্নের বিরুদ্ধে এই অভিযোগে FIR দায়ের করেন দলেরই এক মহিলা কর্মী৷

নির্যাতিতার অভিযোগ, গত বছর ১১ জুন মুনিরত্নর সঙ্গীরা কাজের কথা বলে একটি গাড়িতে করে তাঁকে বিধায়কের মাথিকেরের অফিসে নিয়ে যান। পৌঁছনোর পরই BJP বিধায়ক এবং তাঁর দুই সঙ্গী মিলে তাঁকে নগ্ন করে ধর্ষণ করেন। বাধা দিলে তাঁর ছেলের প্রাণহানির হুমকিও দেওয়া হয়। লিখিত অভিযোগে জানিয়েছেন, বিধায়কের দুই সঙ্গী তাঁকে গণধর্ষণ করার পর মুনিরত্ন তাঁর মুখে প্রস্রাব করে দেন৷ এখানেই শেষ নয়, আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘরে ঢুকে বিধায়কের হাতে একটি সাদা বাক্স দেন। বাক্স থেকে একটি সিরিঞ্জ বের করে তাঁর শরীরে ইঞ্জেকশন দিয়ে দেন বিজেপি বিধায়ক৷ ইতিমধ্যেই মহিলার অভিযোগের ভিত্তিতে যশবন্তপুরের আরএমসি ইয়ার্ড থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ), ২৭০ (প্রাণঘাতী রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৫৪ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অঙ্গভঙ্গি বা কাজ) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর: বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

সিনেমার প্রোডিউসার হিসেবে স্বনামধন্য মুনিরত্ন কর্নাটকের (Karnatak) রাজারহেশ্বরী কেন্দ্র থেকে চার বার বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ তিনি এখনও ওই কেন্দ্রের বিধায়ক৷ অভিযোগকারিণী মহিলা বিজেপির একজন দলীয় কর্মী। এরকম গুরুতর অভিযোগ হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরআর নগরের বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই প্রথম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে, কর্নাটক পুলিশ ৪০ বছর বয়সী আরেক মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। তিনি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বারবার যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে, বিবিএমপি’র একজন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে মুনিরত্নকে অল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যেই দলের কন্যাসন্তানের শিক্ষা ও সুরক্ষার প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, সেই দলের নেতারাই দিনের পর দিন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে উঠছে ঘৃণ্য অভিযোগ।

Related articles

শিলনোড়া দিয়ে দুই ছেলেকে থেঁতলে খুনের অভিযোগ! গ্রেফতার মা

চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা নদিয়ার করিমপুরে। দুই সন্তানকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মৃত...

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর...

নাচের ছন্দে পা ফেলে ১৭ বছরে ‘মঞ্জুশ্রী-র মুদ্রা’, বিভিন্ন নৃত্য শৈলীতে হল উদযাপন

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বা বলা ভালো যিনি অভিনয় করেন তিনি দাপিয়ে নৃত্যানুষ্ঠান করেন। আর শুধু নাচ...

গ্রামীণ নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর! জেলা – ব্লক আধিকারিকদের নিয়ে বৈঠকে গ্রামোন্নয়ন দফতর 

রাজ্যের গ্রামীণ এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও টেকসই পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামীকাল নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক...
Exit mobile version