Saturday, November 1, 2025

শিলনোড়া দিয়ে দুই ছেলেকে থেঁতলে খুনের অভিযোগ! গ্রেফতার মা

Date:

চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা নদিয়ার করিমপুরে। দুই সন্তানকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মৃত দুই শিশুর নাম বুদ্ধদেব মজুমদার (১২) ও জোজো মজুমদার (৮)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মা রিঙ্কু মজুমদারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে করিমপুরের আনন্দপল্লিতে। বুধবার বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে স্বর্ণশিল্পী সূর্য মজুমদার দেখেন, তাঁর দুই ছেলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে এবং মাঝখানে পড়ে রয়েছে শিলনোড়া। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন ও ছেলেদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার রাতে মৃত্যু হয় ছোট ছেলে জোজোর এবং বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বড় ছেলে বুদ্ধদেবের।

তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান, “দু’টি শিশুরই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে প্রতিবেশীদের একাংশ সে ধারণার বিরোধিতা করেছেন। স্থানীয় বাসিন্দা অদিতি বিশ্বাস বলেন, “রিঙ্কুর মানসিক সমস্যা ছিল বলে কখনও দেখিনি। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে, পুলিশ তদন্ত করে জানাক।”

সূর্য মজুমদার বলেন, “আমার স্ত্রীর সঙ্গে কোনও অশান্তি ছিল না। আমি ঘরে ঢুকতেই ও পালিয়ে যায়। ছেলেদের এমন অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কোনওদিন ভাবিনি এমন কিছু ঘটবে।” ছোট ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা রিঙ্কুকে ধরে মারধর করার চেষ্টা করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এই হৃদয়বিদারক ঘটনার নেপথ্যে সত্যিই মানসিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন – সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...

রবির সকালে বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথের রুট

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah...

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...
Exit mobile version