Friday, May 23, 2025

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

Date:

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর ধরে যেভাবে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে সলমন খানকে (Salman Khan)তাতে বেশ চিন্তায় সুপারস্টারের পরিবার থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও বড় ফাঁক! এবার পর পর ২ দিন ২ জন সলমনের বাড়িতে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। বান্দ্রা পুলিশ (Bandra police)সূত্রে জানা গেছে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা বলিউড অভিনেতার বাড়িতে ঢুকলেন, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও গত ১৯ মে ভোর তিনটে নাগাদ বছর বত্রিশের এক মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমনের বাড়িতে। লিফট অব্দি পৌঁছেও যান তিনি। সেখানে তাঁকে ধরে ফেলেন গার্ডরা। সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ২০ মে ছত্তীশগড়ের বাসিন্দা জীতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি সুপারস্টারের বাড়িতে ঢুকে পড়েন।সকাল ১০টা নাগাদ তাঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তিনি নিজেকে ‘ফ্যান’ বলে পরিচয় দেন। বলেণ, সলমনের সঙ্গে দেখা করবেন। বাড়ির রক্ষীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর সন্ধ্যা নাগাদ তিনি ফের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে তাঁদের সাধারণ অনুরাগী মনে হলেও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে সলমনের নিরাপত্তা।

 

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version