Thursday, May 22, 2025

বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

Date:

প্রতিবেশী দেশ পাকিস্তান সীমান্তে কায়েম করছে সন্ত্রাস। জঙ্গিদের মদত দিয়ে সীমান্ত এলাকায় নিরীহ মানুষকে মারছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর অপারেশন সিঁদুরে তার জবাব দিয়েছে ভারত। তা নিয়েই বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে শুরু হয়েছে সফর। ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই মুহূর্তে টোকিও দূতাবাসে রয়েছেন। সেখানে শুরু হয়েছে বিশেষ বৈঠক।

আরও পড়ুন-জঙ্গি নিকেশে অপারেশন ত্রাশি, জম্মু-কাশ্মীরে ফের গুলির লড়াই

ভারত চায় পাকিস্তানের সন্ত্রাসবাদ কায়েমের কথা বিশ্ববাসীকে জানাতে। সেজন্যই একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ৩২টি দেশে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান দিয়ে এই সফর শুরু করছেন ভারতীয় প্রতিনিধি দল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। বুধবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) সাংসদ ব্রিজ লাল, অপরাজিতা সারনাগি, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয়কুমার ঝা, জন ব্রিটাস-রা জাপানের রাজধানী টোকিওতে নামেন। টোকিও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রতিনিধি দলের যাত্রা। তারপর জাপানের ভারতীয় দূতাবাসে একটি বিশেষ বৈঠকে বসেন তাঁরা। বিদেশে মন্ত্রক ভারতের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের হাতে দুটি ‘ডসিয়ার’ তুলে দিয়েছিল। সেখানে ‘টকিং পয়েন্টস’ ও বিস্তারিত সফরসূচি দেওয়া ছিল। সেই মতোই টোকিও দূতাবাসে আলোচনা শুরু হয় জাপানের প্রতিনিধিদের সঙ্গে। কোন রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করতে হবে, তাও উল্লেখ রয়েছে। কেন পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাই, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয় সেই বৈঠকে।

এছাড়াও দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরা হয়, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে প্রতিবেশী দেশের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। বেছে বেছে জঙ্গিদের নিশানা করা হয়েছে। অথচ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে।

_

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মাত্রা ছাড়াচ্ছে ED, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম আদালতের

দেশের শীর্ষ আদালতের (Supreme Court)কাছে কড়া ধমক খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডির...

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip...

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সূর্যবংশী ও আয়ূশ

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India...

কিস্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন ত্রাশিতে নিকেশ ২ জঙ্গি

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে ভূস্বর্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ভারত-...
Exit mobile version