Thursday, August 21, 2025

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এবার কী সেই সূত্রে বদল হতে চলেছে বাংলার রাজ্যপাল? তাঁর জায়গায় সুপ্রিমকোর্টের (Supreme Court) সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে বাংলার রাজ্যপাল পদে নিয়ে আসার পরিকল্পনা কেন্দ্রের, তৈরি হয়েছে তেমনই সম্ভাবনা।

সুপ্রিম কোর্ট থেকে অগ্রিম অবসর নিয়েছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী (Bela M Trivedi)। অবসরগ্রহণের পর তাঁর একটি বিদেশ সফরের কথাও রয়েছে। ফিরে বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাতের (Gujarat) এই আইন বিশেষজ্ঞ, তৈরি হয়েছে তেমন সম্ভাবনা। এর আগে তিনি গুজরাটের আইন দফতরের সচিবও ছিলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন সেখানকার মুখ্যমন্ত্রী। এরপর গুজরাট হাই কোর্টের বিচারপতি হন। তারপর সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেলা এম ত্রিবেদী (Bela M Trivedi)। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করতে চাইলে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাঁকে বিদায় সম্বর্ধনা দিতে চায়নি। পরে প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নির্দেশে সেই বিদায় সম্বর্ধনা হয়।

তবে এবার সেই বিতর্কিত বিচারপতি কী বাংলার রাজ্যপাল হতে চলেছেন? রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অসুস্থতার কারণে রাজ্যপাল পদ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কেন্দ্রের সরকারের। বাংলার প্রশাসনের সঙ্গে বোসের অম্ল-মধুর সম্পর্কের জন্য, না কি শুধুই অসুস্থতার কারণে বোসকে সরানোর পরিকল্পনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে ২০২৬ নির্বাচনের আগে যদি সত্যিই বদল হয় বাংলার রাজ্যপাল (Governor), এবং সেই আসনে সময়ের আগে অবসর গ্রহণ করা প্রাক্তন বিচারপতিকে আনা হয়, তবে তা হবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version