Saturday, August 23, 2025

বিরাট কোহলি(Virat Kohli) এবং রোহিত শর্মা(Rohit Sharma) পরপর টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। বিশেষ করে এই বিষয়ে সবচেয়ে বেশি যাঁর নাম শোনা যাচ্ছিল তিনি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। অনেকেই বলতে শুরু করেছিলেন যে দুই তারকার হঠাৎ এমন অবসরের পিছনে নাকি গম্ভীরেরই হাত রয়েছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির হঠাৎ অবসরের পিছনে তাঁর তো নয়ই, এমনকি নির্বাচকদেরও যে কোনও ভূমিকা নেই তা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। এই সিদ্ধান্ত যে দুই তারকারই একান্ত নিজস্ব তা বলতে কোনও দ্বিধা নেই গৌতম গম্ভীরের। এর পিছনে অবেকেই তাঁর কাঁধে দায় দিলেও, গৌতম গম্ভীর যে কোনও কিছুতেই নেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর থেকেই গম্ভীরের সমালোচনায় মুখর হয়েছিলেন নেটিজেনরা।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাতকারে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার মনে হয় যখন তুমি খেলা শুরু করছ এবং খেলা ছাড়ার কথা ভাবছ, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক সহ অন্য কারোর সেখানে তাঁকে বলার অধিকার নেই যে কখন তিনি অবসর নেবেন। এটা একেবারেই তাঁর সিদ্ধান্ত। তবে হ্যাঁ আমরা দুজন অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলতে নামব। তবে আমি আবার বিশ্বাস করি যে এটা অন্য কোনও ক্রিকেটারের কাছে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ”।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। এই সফর দিয়েই আবার শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। সেখানেই এবার বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা নেই। চ্যালেঞ্জটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কোচ গম্ভীর সেটাই কেমনভাবে সামাল দেন সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version