আইপিএলের(IPL) প্লেঅফের আগেই বড়সড় স্বস্তি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) শিবিরে। চোট সারিয়ে প্লেঅফের আগেই বিরাট কোহলিদের(Virat Kohli) শিবিরে যোগ দিতে পারেন জশ হেজেলউড(Josh Hazlewood)। কাঁধের চোট নাকি এখন অনেকটাই সেরে গিয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের। কাঁধের চোটের জন্য লিগ পর্বের শেষ দুটো ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে এখন নাকি সুস্থ হয়ে গিয়েছেন জশ হেজেলউড(Josh Hazlewood)।
আইপিএল মাঝে এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই(BCCI)। ভারত-পাক অশান্তির জেরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই গত ১৭ মে থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। স্থগিত থাকাকালীনই বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছিলেন। এরপর আইপিএল(IPL) শুরু হলে আর ভারতে আসেননি অজি তারকা হেজেলউড(Josh Hazlewood)।
সেই সময় নানান কথাবার্তাই শোনা গিয়েছিল। যদিও পরে নিজের কাঁধের চোটের কথাই জানিয়েছিলেন জশ হেজেলউড। আইপিএল স্থগিত হওয়ার আগেও একটি ম্যাচে খেলতে পারেননি এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এবার প্লেঅফের মঞ্চে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তার আগেই সুসংবাদ।
শোনা যাচ্ছে এখন তিনি অনেকটাই সুস্থ। প্লেঅফের আগেই নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরেও যোগ দিতে চলেছেন জশ হেজেলউড। তাঁর শিবিরে যোগদান যে বিরাট কোহলিদের বোলিং লাইনআপ অনেকটাই শক্তিশালী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–