ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে চলেছেন নির্বাচকরা। কারণ হল তাঁর ফিটনেস এবং দীর্ঘ সময় বল না করতে পারা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। খুব সম্ভবত আগামী ২৪ মে ভারতীয় দল ঘোষণা হতে চলেছে। সেই দলেই মহম্মদ সামিকে(Mohammed Shami) দেখতে না পাওয়া গেলে যে সেটা খুব একটা অবাক হওয়ার মতো হবে না তা বলাই যায়।

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই দীর্ঘ সফরের কথা মাথায় রেখে সেভাবেই দল নির্বাচন করতে চাইছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই তাদের পরিকল্পনায় নাকি মহম্মদ সামি নেই। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা অনুযায়ী মহম্মদ সামির(Mohammed Shami) এই মুহূর্তে নাকি এক টানা ১০ ওভার বোলিং করার মতো পরিস্থিতি নেই। আর টেস্টের মঞ্চে টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছেন যে অনেকটাই বেশি সময় ধরে বোলিং করতে পারবে। এবার শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

এই মুহূর্তে আইপিএলে(IPL) খেলছেন মহম্মদ সামি। সেখানে চার ওভার করে বোলিং করছেন। কিন্তু নির্বাচকদের একাংশের মতে তিনি নাকি এখনও পর্যন্ত একটানা ১০ ওভার বোলিং করার মতো জায়গায় নেই। এবার ভারতীয় দল নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে, তাদের ঘরের মাঠে। সেখানে স্বভাবতই যে অনেকটী দীর্ঘ স্পেল করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানে মহম্মদ সামি মানানসয়ি হতে পারছেন না বলেই মনে করছেন অনেকে। এই কারণেই নাকি সামিকে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে না রাখার পরিকল্পনাই রয়েছে।

এমনটা শোনার পর থেকেই অনেক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে ভারতীয় দলের পেসার হিসাবে বুমরার পাশে কাদের দেখা যাবে। মহম্মদ সিরাজ হয়ত থাকছেন। কিন্তু তৃতীয় পেসার হিসাবে কাকে রাখা হবে সেটা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

–

–
–

–
–

–

–

–

–

–

–
