Friday, May 23, 2025

আবারও চ্যাম্পিয়ন মোহনবাগান, কালীঘাটকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড

Date:

জিতেই চলেছে মোহনবাগান(Mohunbagan)। ফুটবলে সাফল্যের পর ক্রিকেটেও একের পর এক সাফল্য পেয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইডেনে জেসি মুখার্জী টি টোয়েন্টি ট্রফি(JC Mukherjee T20 Trophy) চ্যাম্পিয়ন মোহনবাগান(Mohunbagan)। ফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল মোহনবাগান। কালীঘাট(Kalighat) ১৭৯ রানের লক্ষ্য মোহনবাগানের সামনে দিলেও, মোহনবাগানকে সেই ম্যাচে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি। মোহনবাগানের মাত্র ৬ উইকেটই তুলতে পেরেছিলেন কালীঘাটের বোলাররা।

বোলাররা তাদের কাজটা করেই দিয়েছিলেন। বাকিটা সামলে দিয়েছিলেন মোহনবাগানের(Mohunbagan) ব্যাটাররা। বিশেষ করে মোহনবাগানের তারকা ব্যাটার সুদীপ কুমার ঘরামি। তাঁর ২৮ বলে ৬২ রানের ঝোরো ইনিংসটাই কার্যত মোহনবাগানের জয়ের রাস্তাটা আরও প্রশস্ত করে দিয়েছিল। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

এদিন মোহনবাগানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল কালীঘাট। সেখানেই শেখর মন্ডলের ৬১ রান ও শুভম চট্টোপাধ্যায়ের ৫০ রানের ইনিংসে ভর করে ১৭৯ রানে করে কালীঘাট। ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টিকর মঞ্চে এই রান তাড়া করাটা যে খুব একটা কঠিন নয় তা মোহনবাগান ভালো ভাবেই জানত। জবাবে ব্যাটিং করতে নেমে সুদীপ ঘরামির ২৮ বলে ৬২ রানের ঝোরো ইনিংস।

সেইসঙ্গে শুভঙ্কর বলের ১৬ বলে ৩১ রানের ইনিংস। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। আরও একটা চ্যাম্পিয়নের ট্রফি এবার মোহনবাগানের ক্যাবিনেটে।

Related articles

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...

OMR পার্থক্য থাকা প্রার্থীরা অযোগ্য: সুপ্রিম কোর্টে খারিজ আর্জি 

এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে অসঙ্গতি (মিসম্যাচ) (mismatch) আছে অর্থাত্‍ যাদের ওএমআর-র (OMR) নম্বরের সঙ্গে এসএসসির (SSC)...

ঘরে ফেরা: দেশবাসাকে ধন্যবাদ পূর্ণমের, আনন্দে বিহ্বল স্ত্রী-আবেগে ভাসলেন মা

অবশেষে বাড়ি ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। রিষড়ায় পৌঁছতেই তাঁকে নিয়ে সারা এলাকা হুড খোলা গাড়িতে ঘোরানো...

আর পাবেন না মাইসোর পাক, মোতি পাক! বদলে গেল মিষ্টি

পহেলগামে পাক জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তান বিরোধী বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের তরফ থেকে নেওয়া হয়েছে।...
Exit mobile version