Thursday, August 21, 2025

দেশ জুড়ে বাতিল ১৩৭ ওষুধ: দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের

Date:

জাল ও নিম্নমানের ওষুধ বিক্রি রুখতে নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে ২৫ টি ওষুধ বাতিল করা হয়েছিল। শনিবার ফের ১৩৭টি ওষুধ বাতিল করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে অন্য অভিসন্ধি দেখছে বাংলার শাসকদল। সেক্ষেত্রে জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্রের সরকার বাড়াতে চলেছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

কেন্দ্রের তরফে জানানো হয় এপ্রিল মাসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)দেশব্যাপী বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষা চালায়। পরীক্ষিত ১৯৬ টি ওষুধের মধ্যে ১৩৭টি ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অবিলম্বে বাজার থেকে ওই ওষুধগুলোকে তুলে নিতে নির্দেশিকা জারি করা হয়েছে। যার মধ্যে অপারেশনের পর ব্যবহার ইঞ্জেকশন থেকে আইড্রপ। যক্ষ্মার ওষুধ থেকে কেমো, রেডিওথেরাপির পর শারীরিক অসুস্থতা নিরাময়ের ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহৃত ইঞ্জেকশন। এছাড়াও রয়েছে খাদ্যনালী ও পেটের আলসার সরানোর মত ওষুধ।

কেন্দ্রের তরফে বিক্রেতাদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে –
১. পাইকারদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যে ওষুধগুলি কিনছেন, তা মূল কোম্পানির চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট থেকে শুরু করে সঠিক বিতরণ চ্যানেলের মাধ্যমে ক্রয় করা হয়েছে।
২. ওষুধ ক্রয়ের সময় অবশ্যই বিক্রেতাদের লাইসেন্সের বৈধতা যাচাই করতে হবে। যদি বিক্রেতা রাজ্যের বাইরের হয় তাহলে যাচাইকৃত তথ্য পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বিভাগে জমা দিতে হবে ।
৩. রাজ্যের বাইরের ওষুধ ক্রেতাদের টাকা দেওয়ার সময়, যাচাই করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে সেই লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের নামে রয়েছে কি না।
৪. পাইকারীদের অবশ্যই জিএসটি নম্বর যাচাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে প্রতিষ্ঠানটি জিএসটি ক্রেডিট নিচ্ছে।
৫. সমস্ত পাইকারদের জন্য ৩০০টি নির্দিষ্ট ওষুধের (যা সিডিউল H2-তে তালিকাভুক্ত) QR কোড অবশ্যই যাচাই করা বাধ্যতামূলক। (নিয়ম অনুযায়ী, সিডিউল H2-তে তালিকাভুক্ত ৩০০টি নির্দিষ্ট ওষুধের ফর্মুলেশনের উৎপাদকদের লেবেলে বারকোড বা QR কোড ছাপাতে বা সংযুক্ত করতে হবে।)
৬. সমস্ত খুচরো বিক্রেতাদের জন্য পাইকারীদের কাছ থেকে ওষুধ ক্রয়ের আগে সিডিউল H2-তে তালিকাভুক্ত ৩০০টি ওষুধের QR কোড যাচাই করা বাধ্যতামূলক।

তবে কেন্দ্রের এই নির্দেশের পরে সতর্কতার পথ বেছে নিয়েছে রাজ্যের শাসকদল। মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) প্রশ্ন, সারা ভারতকে অবগত করা দরকার। কেন্দ্র তা করেছে। ক্রেতা সচেতন থাকলে এগুলো নেবে না। তবে এটাও দেখে নিতে হবে এই যে ‘লাইফ সেভিং মেডিসিন’, তার দাম কেন্দ্র সরকার দাম বাড়িয়ে দেয় কি না। তিনি সঙ্গে যুক্ত করেন, কোন রাজনৈতিক লড়াই নয়। ভারত সরকারকে প্রাধান্য দিতে হবে – মানুষ কিন্তু ওষুধ কিনবে। এবার এত ব্যাচ ইত্যাদি দিয়ে কী আবার পথ তৈরি করা হচ্ছে আবার দাম বাড়াবার। তাহলে আবার দাম বাড়ানোর অভিসন্ধি আছে কি?

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version