Tuesday, August 12, 2025

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

Date:

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে (Bangladesh) সেই তালিকা ধরে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হল ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এই সমস্ত অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করতে বাংলাদেশ সরকারকে জানিয়েছে ভারত। এক্ষেত্রে বিস্তারিত তথ্য জানানোর কথা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এক সাংবাদিক সম্মেলনে বলেন বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সোয়াল।

মোট ২ হাজার ৩৬৯ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে বিদেশ মন্ত্রকের (MEA) তরফে বলে জানানো হয়েছে। এদের বহিষ্কার করা হবে। যে সমস্ত বিদেশীরা ভারতে অবৈধভাবে বসবাস করছে তা বাংলাদেশী হোন অথবা অন্য দেশের নাগরিক সবার ক্ষেত্রেই আইন মেনে পদক্ষেপ করা হবে জানিয়েছেন রণধীর জয়সোয়াল। বিদেশ মন্ত্রকের কাছে বাংলাদেশীদের তালিকা রয়েছে তাদের বাংলাদেশের (Bangladesh) ফেরত পাঠানো হবে বলে জানান জয়সোয়াল।

শুধু অবৈধভাবে বাংলাদেশী নাগরিক নয়, ২০২০ সাল থেকে অভিবাসীদের প্রক্রিয়া বাকি আছে বলে জানিয়েছেন রণধীর জয়সোয়াল। এরমধ্যে ভারতের জেল খেটেছেন এমন লোকও আছে। যাদের পাঁচ বছর কেটে গিয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া য়াতে সম্পন্ন করা যায়।

সম্প্রতি উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে তালিকা তৈরি হয়েছে বাংলাদেশিদের। এরা অবৈধভাবে ভারতে বসবাস করছে বলে জানা গেছে। অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত মাসে ৩০০ বাংলাদেশিকে ফেরত পাঠান হয়েছে। গত সপ্তাহে ১০৯ জনকে ফেরত পাঠায় ভারত সরকার। যারা অবৈধভাবে এদেশে থাকছিল। ইদানিং বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণে ভারতে প্রবেশের আশঙ্কা বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version