অভিষেকের দেখানো পথেই দেশের সাংসদরা: জাপানে শ্রদ্ধা পেলেন রাসবিহারী

Date:

Share post:

বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল। জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভাবনা এলেই বাঙালি রাসবিহারী বসুর কথা মনে করবেই। তাই জাপানে দেশের সন্ত্রাসবাদ নিয়ে পাক-বিরোধী প্রচারে গিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) টোকিওর (Tokyo) তামা সমাধিস্থলে রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। তুলে ধরেছিলেন ভারতের স্বাধীনতার জন্য সুদূর জাপান থেকে জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করা রাসবিহারী বসুর সমাধি কীভাবে অবহেলায় পড়ে রয়েছে। বাংলার সাংসদের এই পদক্ষেপের পরই সম্বিত ফেরে জাপানে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেডি(ইউ) সাংসদ থেকে অন্যান্য সাংসদদের। শনিবার তাঁদেরও দেখা যায় সমাধিস্থলে গিয়ে রাসবিহারী বসুকে শ্রদ্ধা জানাতে।

শুক্রবারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তামা সমাধিস্থলে রাসবিহারী বসু ও বিচারপতি রাধা বিনোদ পালের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে সমাধিগুলির অবহেলিত ও জীর্ণ অবস্থা দেখে জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করেন। তাঁর এই উদ্যোগের পরেই শনিবার সমাধিস্থলে যান জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা, প্রাক্তন কংগ্রেস সাংসদ সলমন খুরশিদ ও রাষ্ট্রদূত সিবি জর্জ। কার্যত এই ঘটনাই প্রমাণ করে, বাংলা গোটা দেশের থেকে কতটা এগিয়ে ভাবে। সেই কথা তুলে ধরতে গিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, বাংলাই পথ দেখায়। এঁদের যাওয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ, যেখানে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সেখানে গিয়েছিলেন ও শ্রদ্ধা জানিয়েছিলে, এবং রাসবিহারী বসুর সমাধির অবহেলিত ও জীর্ণ অবস্থার কথা তুলে ধরেছিলেন।

বাঙালি বিপ্লবীর সমাধিস্থলে গিয়ে শুক্রবারই সেই বিষয়ে পদক্ষেপের কথা জানিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাষ্ট্রদূত সিবি জর্জ (Sibi George) ও ভারতীয় দূতাবাসকে রাসবিহারী বসুর সমাধিস্থল সংরক্ষণের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন। সেই সঙ্গে বাঙালি বীর সংগ্রামীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধও জানান। অথচ বারবার বাংলাকে বদনাম করতে দেশবিরোধী দাবি তোলা বিজেপি বা তাদের জোটসঙ্গীদের একবারও মনে পড়েনি স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীর সমুদ্রপারের দেশ থেকে অবদানের কথা। জাপান সফরের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করলেও সাংসদদের কাছে অবহেলিত থেকে যান রাসবিহারী বসু। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেখানো পথে কার্যত বাধ্য হয়ে শনিবার তাঁরা রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান।

spot_img

Related articles

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...