Saturday, January 10, 2026

অভিষেকের দেখানো পথেই দেশের সাংসদরা: জাপানে শ্রদ্ধা পেলেন রাসবিহারী

Date:

Share post:

বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল। জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভাবনা এলেই বাঙালি রাসবিহারী বসুর কথা মনে করবেই। তাই জাপানে দেশের সন্ত্রাসবাদ নিয়ে পাক-বিরোধী প্রচারে গিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) টোকিওর (Tokyo) তামা সমাধিস্থলে রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। তুলে ধরেছিলেন ভারতের স্বাধীনতার জন্য সুদূর জাপান থেকে জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করা রাসবিহারী বসুর সমাধি কীভাবে অবহেলায় পড়ে রয়েছে। বাংলার সাংসদের এই পদক্ষেপের পরই সম্বিত ফেরে জাপানে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেডি(ইউ) সাংসদ থেকে অন্যান্য সাংসদদের। শনিবার তাঁদেরও দেখা যায় সমাধিস্থলে গিয়ে রাসবিহারী বসুকে শ্রদ্ধা জানাতে।

শুক্রবারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তামা সমাধিস্থলে রাসবিহারী বসু ও বিচারপতি রাধা বিনোদ পালের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে সমাধিগুলির অবহেলিত ও জীর্ণ অবস্থা দেখে জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করেন। তাঁর এই উদ্যোগের পরেই শনিবার সমাধিস্থলে যান জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা, প্রাক্তন কংগ্রেস সাংসদ সলমন খুরশিদ ও রাষ্ট্রদূত সিবি জর্জ। কার্যত এই ঘটনাই প্রমাণ করে, বাংলা গোটা দেশের থেকে কতটা এগিয়ে ভাবে। সেই কথা তুলে ধরতে গিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, বাংলাই পথ দেখায়। এঁদের যাওয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ, যেখানে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সেখানে গিয়েছিলেন ও শ্রদ্ধা জানিয়েছিলে, এবং রাসবিহারী বসুর সমাধির অবহেলিত ও জীর্ণ অবস্থার কথা তুলে ধরেছিলেন।

বাঙালি বিপ্লবীর সমাধিস্থলে গিয়ে শুক্রবারই সেই বিষয়ে পদক্ষেপের কথা জানিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাষ্ট্রদূত সিবি জর্জ (Sibi George) ও ভারতীয় দূতাবাসকে রাসবিহারী বসুর সমাধিস্থল সংরক্ষণের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন। সেই সঙ্গে বাঙালি বীর সংগ্রামীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধও জানান। অথচ বারবার বাংলাকে বদনাম করতে দেশবিরোধী দাবি তোলা বিজেপি বা তাদের জোটসঙ্গীদের একবারও মনে পড়েনি স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীর সমুদ্রপারের দেশ থেকে অবদানের কথা। জাপান সফরের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করলেও সাংসদদের কাছে অবহেলিত থেকে যান রাসবিহারী বসু। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেখানো পথে কার্যত বাধ্য হয়ে শনিবার তাঁরা রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...