Friday, December 19, 2025

অভিষেকের দেখানো পথেই দেশের সাংসদরা: জাপানে শ্রদ্ধা পেলেন রাসবিহারী

Date:

Share post:

বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল। জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভাবনা এলেই বাঙালি রাসবিহারী বসুর কথা মনে করবেই। তাই জাপানে দেশের সন্ত্রাসবাদ নিয়ে পাক-বিরোধী প্রচারে গিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) টোকিওর (Tokyo) তামা সমাধিস্থলে রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। তুলে ধরেছিলেন ভারতের স্বাধীনতার জন্য সুদূর জাপান থেকে জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করা রাসবিহারী বসুর সমাধি কীভাবে অবহেলায় পড়ে রয়েছে। বাংলার সাংসদের এই পদক্ষেপের পরই সম্বিত ফেরে জাপানে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেডি(ইউ) সাংসদ থেকে অন্যান্য সাংসদদের। শনিবার তাঁদেরও দেখা যায় সমাধিস্থলে গিয়ে রাসবিহারী বসুকে শ্রদ্ধা জানাতে।

শুক্রবারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তামা সমাধিস্থলে রাসবিহারী বসু ও বিচারপতি রাধা বিনোদ পালের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে সমাধিগুলির অবহেলিত ও জীর্ণ অবস্থা দেখে জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করেন। তাঁর এই উদ্যোগের পরেই শনিবার সমাধিস্থলে যান জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা, প্রাক্তন কংগ্রেস সাংসদ সলমন খুরশিদ ও রাষ্ট্রদূত সিবি জর্জ। কার্যত এই ঘটনাই প্রমাণ করে, বাংলা গোটা দেশের থেকে কতটা এগিয়ে ভাবে। সেই কথা তুলে ধরতে গিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, বাংলাই পথ দেখায়। এঁদের যাওয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ, যেখানে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সেখানে গিয়েছিলেন ও শ্রদ্ধা জানিয়েছিলে, এবং রাসবিহারী বসুর সমাধির অবহেলিত ও জীর্ণ অবস্থার কথা তুলে ধরেছিলেন।

বাঙালি বিপ্লবীর সমাধিস্থলে গিয়ে শুক্রবারই সেই বিষয়ে পদক্ষেপের কথা জানিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাষ্ট্রদূত সিবি জর্জ (Sibi George) ও ভারতীয় দূতাবাসকে রাসবিহারী বসুর সমাধিস্থল সংরক্ষণের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন। সেই সঙ্গে বাঙালি বীর সংগ্রামীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধও জানান। অথচ বারবার বাংলাকে বদনাম করতে দেশবিরোধী দাবি তোলা বিজেপি বা তাদের জোটসঙ্গীদের একবারও মনে পড়েনি স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীর সমুদ্রপারের দেশ থেকে অবদানের কথা। জাপান সফরের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করলেও সাংসদদের কাছে অবহেলিত থেকে যান রাসবিহারী বসু। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেখানো পথে কার্যত বাধ্য হয়ে শনিবার তাঁরা রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান।

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...