সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সরাসরি নম্বরে ফোন করেছিলেন ঝুমুর এলাকার দিনমজুর হামিদুল হক। আর সেই একটি ফোনেই খুলে গেল কর্মসংস্থানের নতুন দিগন্ত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ধুপগুড়ির কৃষক বাজারে তৈরি হতে চলেছে অত্যাধুনিক অনিয়ন হাব, যেখানে কাজের সুযোগ মিলবে প্রায় ১৫০-২০০ জনের।

শিলিগুড়ির হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৬১ লক্ষ টাকা। জাতীয় সড়কের ধারে তিন বিঘা জমিতে তৈরি ধুপগুড়ি কৃষক বাজারে আগে ধান কেনাবেচার মাধ্যমে ৩৬ জন দিনমজুর কাজ পেতেন। তবে ধান ব্যবসায়ীদের অনুরোধে সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন তাঁরা।

এই পরিস্থিতিতে দিনমজুর হামিদুল মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে সমস্যার কথা জানান। ফলস্বরূপ, প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে গড়ে উঠছে এই আধুনিক অনিয়ন হাব, যেখানে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পেঁয়াজের গুণমান যাচাই, খোসা ছাড়ানো, আকার অনুযায়ী শ্রেণিবিন্যাস এবং বস্তাবন্দি—সবই হবে যন্ত্রের মাধ্যমে।

এই প্রকল্প শুধু কর্মসংস্থানই নয়, ধুপগুড়ি ও আশপাশের এলাকার কৃষি-অর্থনীতিতেও বড় রকমের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি ঝুমুর এলাকার দিনমজুর হামিদুল, বাবলুরা সহ বহু পরিবার।

আরও পড়ুন – ভারতে ব্যাহত এক্স পরিষেবা: ডেটা সমস্যায় দাখিল দুহাজারের উপর অভিযোগ

_
_

_
_

_

_

_

_

_
