Tuesday, November 4, 2025

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা

Date:

রবিবাসরীয় সকালে বাংলাসহ দেশ জুড়ে মোট পাঁচ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ( Date of By-elections for five assembly constituencies) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। গুজরাটের দু’টি কেন্দ্র, কেরালা এবং পঞ্জাবের একটি কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জে (Kaliganj, Nadia) আগামী মাসেই উপনির্বাচন হবে বলে জানানো হয়েছে। কোথায় কবে ভোট এদিন তাও জানিয়েছে কমিশন।

কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে দেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রের আসন খালি হয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ার কালীগঞ্জ, গুজরাটের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরালার নিলম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। এরপর ২৩ জুন সোমবার ভোট গণনা হবে। গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (Nasirudden Ahmed) মৃত্যু হয়। ফলে প্রায় তিন মাস ধরে বিধায়কহীন কালীগঞ্জ। একই ছবি গুজরাটেও।কাদি কেন্দ্রের বিধায়ক ছিলেন করসনভাই পাঞ্জাভাই সোলাঙ্কি। দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। বিসাবদরে আম আদমি পার্টির বিধায়ক পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন হবে।কেরালার নিলম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার। তিনি পদত্যাগ করেছেন। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ (AAP) বিধায়কের মৃত্যুর কারণে সেখানে শূন্য আসনে এবার উপনির্বাচন হতে চলেছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version