ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়েই বিশেষ ফোকাস কেএল রাহুলের

Date:

Share post:

একের পর এক টেস্টে সিরিজ হার। প্রতি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর কেএল রাহুলের(KL Rahul)। গত কয়েকটা সিরিজে ভারতের ব্যাটিং যে একেবারেই ভাল ছিল না তা কার্যত কেএল রাহুলের কথাতেই স্পষ্ট। তিনিও মেনে নিয়েছেন শেষ সিরিজ গুলোতে তারা একেবারেই ভাল ব্যাটিং করতে পারেননি। ইংল্যান্ডের(England Series) বিরুদ্ধে নামার আগে সেদিকেই যে নজর তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। দলে তারুণ্যের আধিক্যই বেশি। আগামী ২০ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। সেখানে যে দলের ব্যাটিং বিপর্যয় আটকানোই প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। গত সিরিজের ব্যাটিং ভুল থেকে শিক্ষা নিয়েই এবার নতুনভাবে শুরু করতে চায় কেএল রাহুল সহ গোটা ভারতীয় দল।

নাসির হুসেনের আমন্ত্রনে একটি শোয়ে এসে কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “গত কয়েকটি সিরিজে আমাদের খারাপ পারফরম্যান্সের প্রধান কারণ হিসাবে আমি মনে করি খারাপ ব্যাটিং। নিউ জিল্যান্ডে এত সুন্দরভাবে আমাদের বাউন্ডারির রাস্তাগুলো আটকে দিয়েছিল, তাতেই ক্রমশ আমাদের চাপ বাড়ছিল। এর ফলেই বেশ কিছু খারাপ শট খেলে ফেলি আমরা। আর সেই অভ্যাসটা আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বয়ে নিয়ে গিয়েছিলাম”।

ইংল্যান্ডের বিরুদ্ধেও যে লড়াইটা কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের তৈরি করতে চাইছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যে ব্যাটিংয়ের দিকেই প্রধান নজর তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...