Thursday, August 21, 2025

খোদ মোদির রাজ্যে সরকারি পদে বসে পাকিস্তানে তথ্য পাচার, গ্রেফতার পাক-চর

Date:

পাকিস্তানের স্পাই নেটওয়ার্কে এবার যোগ হল মোদি-রাজ্যের নাম। নরেন্দ্র মোদি-অমিত শাহদের গুজরাতের সরকারি কর্মীই কি না পাক-চর! বিএসএফ ও বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করার অভিযোগ তার বিরুদ্ধে। হানিট্র্যাপে সেইসব গোপন তথ্য প্রচার করতে গিয়েই গ্রেফতার হয়েছেন মোদি-রাজ্যের সরকারি কর্মী পাক গুপ্তচর সহদেব সিং গোহিল! ভারতের বায়ুসেনা (Indian Air Force) নিয়ে এই সরকারি কর্মী যা করেছেন, তা শুনে আঁতকে উঠছেন তদন্তকারী অফিসাররাও। তাঁর কীর্তির কাছে ইউটিউবার (YouTuber) জ্যোতি মালহোত্রার কাণ্ডকারখানা তো কোন ছার!

সম্প্রতি হরিয়ানার ইউটিউবার, উত্তরপ্রদেশের স্মাগলার, পাঞ্জাবের পলিটিক্যাল সায়েন্সে এমএ পাঠরত ছাত্রের পর ১৫ দিনের মধ্যে পাকিস্তানের স্পাই (spy) নেটওয়ার্কে যুক্ত থাকা স্বয়ং নরেন্দ্র মোদি ও অমিত শাহের রাজ্য গুজরাতের (Gujarat) সরকারি কর্মী সহদেব সিং গোহিল গ্রেফতার হয়েছে। কচ্ছের লাখপত ব্লকের বাসিন্দা সহদেবের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের হয়ে চরবৃত্তি করা এবং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির তথ্য, ভিডিও পাচার করার‌। সন্দেহ হানিট্র্যাপে পড়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হ্যান্ডলারকে নিয়ম করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বায়ুসেনার বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও পাঠাচ্ছিল সহদেব। সেখানে সহদেবের পরিচয় দেওয়া হয়েছিল অদিতি ভরদ্বাজ নামে।

গুজরাতের স্বাস্থ্যদফতরের (Helath Department) কর্মী সহদেব কচ্ছ সীমান্ত এলাকায় নিযুক্ত ছিলেন। ফলে সীমান্ত এলাকায় বিএসএফ কিংবা সামরিক বিভাগের সক্রিয়তা ও নতুন পরিকাঠামো নির্মাণের ঘটনা তার নখদর্পণে ছিল। পাকিস্তানের স্পাই এজেন্সি আইএসআই (ISI) এই সুযোগটাই কাজে লাগিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন ২০২৩ সালের জুন মাসে লাখপত ব্লকের মাড় গ্রামে অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে অদিতি নামের পাক চর (Pakistan spy)। সেই হানি ট্রাপে পড়েই সহদেব তথ্য পাচার করেছে। অদিতি পাক চর জেনেও সহদেব ভারতীয় প্রতিরক্ষার গোপন তথ্য পাচার করেছে। বিনিময়ে টাকাও নিয়েছে সে। কী কী গোপন তথ্য সে পাচার করেছে, তা জানতে জেরা করছে পুলিশ।

পুলিশ জানতে পেরেছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে সহদেব নতুন মোবাইলে সিম কার্ড নেওয়ার সময় আধারের ওটিপি শেয়ার করে অদিতিকে। তারপর থেকে ওই মোবাইলের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আইএসআই (ISI) হ্যান্ডলারের মোবাইলেও সক্রিয় হয়ে যায়। ফলে আইএসআই ভারতে থাকা তাদের স্পাইদের হোয়াটসঅ্যাপ সরাসরি নিজেদের মোবাইল থেকে অপারেট করতে সক্ষম হয়। সবথেকে বিপদজনক এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অপারেশন সিদুঁরের পরও ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ও পরিকাঠামো নির্মাণের ছবি ভিডিও পাঠানোর কাজ চলছিল। তা করতে গিয়েই ধরা পড়ে সহদেব। এখন সবথেকে উদ্বেগের বিষয় ৩০০০ কিলোমিটারও বেশি ভারতের পাক সীমান্ত জুড়ে আর কত পাক চর সক্রিয় রয়েছে তা জানা।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version