Thursday, August 21, 2025

প্রাক্তন তারকার ওপরই ভরসা রিয়্যাল মাদ্রিদের(Real Madrid)। আনচেলোত্তি(Carlo Ancelotti) রিয়্যাল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। প্রাক্তন তারকা ফুটবলার জাবি অ্যালোন্সোকেই(Xabi Alonso) এবার রিয়্যাল মাদ্রিদের(Real Madrid) কোচের দায়িত্ব তুলে দিল ম্যানেজমেন্ট। আগামী তিন বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধেই। এবার হাত ধরেও রিয়্যাল মাদ্রিদ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

খেলোয়াড় হিসাবে রিয়্যাল মাদ্রিজ জার্সিতে জাভি অ্যালোন্সোর(Xabi Alonso) বহু রেকর্ড রয়েছে। রিয়্যালের জার্সিতে বহু সাফল্যের স্বাক্ষী যেমন তিনি। তেমনই ট্রফি ক্যাবিনেটেও রয়েছে অ্যালোন্সোর বহু সাফল্যের কীর্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা যেমন জিতেছেন। এছাড়াও স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে জিতেছেন ছটি খেতাব। খুব ফুটবলারেরই এমন সাফল্য রয়েছে।

এবার সেই জাভি অ্যালোন্সোকেই দলের কোচ হিসাবে নিয়ে এল রিয়্যাল মাদ্রিদ। তাঁর কোচিং কেরিয়ারও কিন্তু এখান থেকেই শুরু হয়ছিল। ২০১৮-১৯ মরসুমে অনুর্ধ্ব-১৪ রিয়্যাল মাদ্রিদ স্কোয়াডের দায়িত্বে ছিলেন এই তারকা ফুটবলার। এরপরই বুন্দেশলিগায় বায়ার্ন লেভাসকুসেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন। গত মরসুমে তাঁর কোচিংয়েই বুন্দেশলিগায় ইতিহাস তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন লেভাকুসেন। এবারও অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে তাদের।

মরসুম শেষ হতেই লেভারকুসেনের থেকে বিদায় নিয়েছিলেন জাভি অ্যালোন্সো। এবার নিজেপ ক্লাবেই ফিরলেন তিনি। আগামী ২০২৮ সাল পর্যন্ত রিয়্যাল মাদ্রিদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধে। রিয়্যাল জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। সেইসঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যালোন্সো। শেষপর্যন্ত তাঁর হাত ধরেই রিয়্যাল সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version