ছিঃ! ছিঃ! এত নীচে নামতে পারে বিজেপি নেতারা! নিজের যৌন কামনা ‘কন্ট্রোল’ করতে না পেরে শেষমেষ হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে সঙ্গমে লিপ্ত পদ্ম নেতা! মনোহরলাল ধকড়ের (Manoharlal Dhakad) জঘন্য কীর্তি প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের বলছেন সত্যি সত্যি স্থান কাল পাত্র জ্ঞান হারিয়েছেন গেরুয়া রাজ্যের বিজেপি নেতারা। কিন্তু ঘটনাটা ঠিক কী? জানা যায়, মধ্যপ্রদেশের মান্দাসর জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে তীব্র গতিতে যখন অসংখ্য গাড়ি ছুটে চলেছে তখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে উজ্জয়িনীর ধকড় মহাসভার প্রাক্তন জাতীয় সম্পাদক মনোহরলাল ধকড় এক মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন। হাইওয়ের সিসিটিভি ক্যামেরাতেও নেতার কর্মকাণ্ড ধরা পড়েছে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়। দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ২৯৬, ২৮৬ ও ৩(৫) ধারায় অভিযোগ করা হয়েছে। সাদা রঙের ওই গাড়িটি নেতার নামেই রেজিস্টার করা বলে জানা গেছে।
অভিযুক্ত মনোহরলাল যে একাই বিজেপি নেতা তা নয়, তাঁর স্ত্রীও জেলা স্তরের পদ্ম নেত্রী। পাশাপাশি নির্বাচিত গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েতের সদস্যও তিনি। গত ১৩ মে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপরেই গাড়ি থামিয়ে ওই নেতা এক মহিলার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে এই ধরণের ঘৃণ্য কাজ অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। চারপাশের গাড়ির যাত্রীরাও নেতার কাণ্ড দেখতে পান। দ্রুত সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (বিশ্ববাংলা সংবাদ ভিডিওর সত্যতা যাচাই করেনি)। এরপর থেকেই বেপাত্তা গেরুয়া নেতা। ফোনেও তাঁকে ধরা যাচ্ছে না। তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেগতিক দেখে অভিযুক্তকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মনোহরের গলায় বিজেপির উত্তরীয় দেখা গিয়েছে যা নিয়ে রাজনৈতিক মহল এই মুহূর্তে নিন্দার ঝড়।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–