Tuesday, November 4, 2025

আইপিএলের(IPL) লিগ পর্বের শেষ ম্যাচটা জিতে শেষ করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু হয়নি। নরাইজার্স হায়দরাবাদের বিরাট রানের পাহাড়ের সামনে থামতেই হয়েছে তাদের। শেষ ম্যাচেও বিশ্রী হার। এরপরই অকপট স্বীকারক্তি নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। এবারের আইপিএলের(IPL) মরসুমে দলগতভাবে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেনি তারা। শেষ ম্যাচে হারের পরই অকপট স্বীকারক্তি রাহানের। সেইসঙ্গে তারা যে বেশ কয়কটা সুযোগও কাজে লাগাতে পারেনি সেই কথাও রহানের(Ajinkya Rahane) মুখে স্পষ্ট।

শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে হার। এবারের আইপিএলে শুরুটা জয় দিয়ে করলেও মাঝপথেই ছন্দপতন হয় কলকাতা নাইট রাইডার্সের। আর তাতেই যেন সব শেষ। বিশেষ করে চেন্নাই, লখনউ এবং পঞ্জাব ম্যাচে পয়েন্ট হারানোটাই যে নাইটদের ছিটকে যাওয়ার পিছনে প্রধান কারণ, তা মেনে নিলেন খোদ অজিঙ্ক রাহানেও।

চ্যাম্পিয়ন হওয়ার থেকেও সেইটা ধরে রাখাটা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাও বলতে দ্বিধা নেই অজিঙ্ক রাহানের। ম্যাচ শেষে রাহানে জানিয়েছেন, “আমাদের সামনে সুযোগ ছিল এবং জয়ের মত মুহূর্তগুলোও তৈরি হয়েছিল। কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পাকিনি। আমি আগেও বলেছি, এখনও বলছি আমরা কখনোই একটা দল হিসাবে খেলতে পারিনি। জয়ের খুব কাছাকাছি এসেও হেরেছি। আর সেগুলোই ফারাক গড়ে দিয়েছে ম্যাচের। বিশেষ করে লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস ম্যাচ গুলোই আমাদের এমন ফলাফলের প্রধান কারণ”।

ম্যাচ শেষে বাকিদের সকলের প্রশংসা করলেও বারবারই রাহানের মুখে শোনা গেল ব্যর্থতার কথা। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন হওয়ার পর সেটা ধরে রাখার চাপটাই যে তাদের কাছে আরও বেশি ছিল তাও বলতে দ্বিধা করেননি অজিঙ্ক রাহানে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version