আগামী ২০ জুন শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট(ENGvIND) সিরিজ। সেখানে যাওয়ার আগেই চলছে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) টেম্পল রান। সিদ্ধি বিনায়ক, ভেঙ্কটেশ্বর স্বামীর পর এবার অসমের কামাখ্যা দেবীর মন্দিরে(Kamakshya Temple) গেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আর তাঁর এই একের পর এক মন্দিরে যাওয়া নিয়ে নেটিজেনরা কিন্তু নানান মন্তব্য করেই চলেছেন। কেউ কেউ বলছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জেতার জন্যই নাকি এমনটা করছেন।
ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দলে এবার তারুণ্যেরই আধিক্য। সেই সিরিজে যাওয়ার আগেই একের পর এক মন্দির দর্শন করে চলেছেন ভারতীয় দলের এই তারকা কোচ। তবে কামাখ্যা মন্দিরে এবার তিনি একাই গিয়েছিলেন।
এর আগের দুটো মন্দিরে গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) সস্ত্রীক যেতে দেখা গিয়েছিল। কিন্তু এবার একাই গিয়েছেন দেবী কামাখ্যাকে দর্শন করতে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই তারা সাফল্য পায় কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–