Tuesday, November 11, 2025

সবকিছু ঠিকঠাক চললে ৯ অগস্ট হতে চলেছে মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ডের(Kolkata Derby) মঞ্চেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপাজায়ান্টস(mbsg) ও ইস্টবেঙ্গল(EB)। ফেডারেশন কাপ নাকি ডুরান্ড(Durand Cup), কোন প্রতিযগিতা দিয়ে এবারের মরসুম শুরু হবে তাই নিয়েই চলছিল জল্পনা। শোন যাচ্ছে শেষপর্যন্ত ডিরান্ড দিয়েই এবারেও সুরু হবে ভারতের ফুটবল মরসুম। আর সেখানেই ৯ অগস্ট মুখোমুখি হতে চলেছে মোহনবাগান(MBSG) ও ইস্টবেঙ্গল(EB)।

এই মুহুর্তে দল গোছাতে ব্যস্ত রয়েছে ইস্টবেঙ্গল। দেশীয় থেকে বিদেশি স্কোয়াড গঠনের দিকেই তাদের প্রধান লক্ষ্য। সম্প্রতি ডার্বিতে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ডের ডার্বি থেকেই যে তাদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তা বলার অপেক্ষা থাকে না। অন্যদিকে মোহনবাগান কার্যত কয়েকটা বদল বাদ দিলে এবারের দলই ধরে রাখছে।

তবে ডুরান্ডে তারা পূর্ণশক্তির দল নামাবে কিনা তা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছে তারা ডুরান্ডে রিজার্ভ দল খেলনোরই কথা চিন্তা করছে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। একটা জিনিস কর্যত স্পষ্ট যে এবারের ফুটবল মরসুমও ডুরান্ড কাপ দিয়েই শুরু হতে চলেছে। ফেডারেশন ফেড কাপ দিয়ে শুরুর কথা ভাবলেও শেষপর্যন্ত তা হচ্ছে না।

আসন্ন ডুরান্ড কাপ ২২ জুলাই থেকে ২৫ অগস্ট পর্যন্ত হবে। সব মিলিয়ে ছটি ভেন্যুতে খেলা হবে এবারের ডুরান্ড কাপ। কলকাতা, ইম্ফল, রাঁচি, জামশেদপুর, শিলং সহ কোকড়াঝাড়ে এবারের ডুরান্ড কাপ।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version