Wednesday, November 12, 2025

সবকিছু ঠিকঠাক চললে ৯ অগস্ট হতে চলেছে মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ডের(Kolkata Derby) মঞ্চেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপাজায়ান্টস(mbsg) ও ইস্টবেঙ্গল(EB)। ফেডারেশন কাপ নাকি ডুরান্ড(Durand Cup), কোন প্রতিযগিতা দিয়ে এবারের মরসুম শুরু হবে তাই নিয়েই চলছিল জল্পনা। শোন যাচ্ছে শেষপর্যন্ত ডিরান্ড দিয়েই এবারেও সুরু হবে ভারতের ফুটবল মরসুম। আর সেখানেই ৯ অগস্ট মুখোমুখি হতে চলেছে মোহনবাগান(MBSG) ও ইস্টবেঙ্গল(EB)।

এই মুহুর্তে দল গোছাতে ব্যস্ত রয়েছে ইস্টবেঙ্গল। দেশীয় থেকে বিদেশি স্কোয়াড গঠনের দিকেই তাদের প্রধান লক্ষ্য। সম্প্রতি ডার্বিতে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ডের ডার্বি থেকেই যে তাদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তা বলার অপেক্ষা থাকে না। অন্যদিকে মোহনবাগান কার্যত কয়েকটা বদল বাদ দিলে এবারের দলই ধরে রাখছে।

তবে ডুরান্ডে তারা পূর্ণশক্তির দল নামাবে কিনা তা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছে তারা ডুরান্ডে রিজার্ভ দল খেলনোরই কথা চিন্তা করছে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। একটা জিনিস কর্যত স্পষ্ট যে এবারের ফুটবল মরসুমও ডুরান্ড কাপ দিয়েই শুরু হতে চলেছে। ফেডারেশন ফেড কাপ দিয়ে শুরুর কথা ভাবলেও শেষপর্যন্ত তা হচ্ছে না।

আসন্ন ডুরান্ড কাপ ২২ জুলাই থেকে ২৫ অগস্ট পর্যন্ত হবে। সব মিলিয়ে ছটি ভেন্যুতে খেলা হবে এবারের ডুরান্ড কাপ। কলকাতা, ইম্ফল, রাঁচি, জামশেদপুর, শিলং সহ কোকড়াঝাড়ে এবারের ডুরান্ড কাপ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version