Wednesday, August 13, 2025

বিজেপি নেতারা একের পর এক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা সেনাকর্তা সোফিয়া কুরেশিকে (Colonel Sofiya Qureshi) নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু তাতেও নিজেদের কর্তব্যে অবিচল ভারতীয় সেনার কর্নেল ও তাঁর পরিবার। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরে কখনই তাঁদের প্রতি তিক্ত ভাসনে বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না সোফিয়া কুরেশির পরিবার। উপরন্তু নিজেরা দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীর রোড-শো (road show) থেকে পুষ্পবৃষ্টি করলেন।

গুজরাটের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনে সোমবার নরেন্দ্র মোদি ঘটা করে রোড-শো আয়োজন করেন ভদোদরা (Vadodara) শহরে। অপারেশন সিন্দুর পরবর্তীতে গুজরাটের এই শহর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে বাড়ি ভারতীয় সেনাকে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির বাড়ি। ফলে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের সফরে প্রথমেই বেছে নেওয়া হয় এই শহরকে।

সেখানেই রোড-শো (road show) চলাকালীন উপস্থিত ছিলেন সোফিয়া কুরেশির (Colonel Sofiya Qureshi) পরিবার। কর্নেলের বাবা তাজ মহম্মদ কুরেশি, মা হালিমা কুরেশি, জমজ বোন সাইনা সুনসারা (Shayna Sunsara) ও ভাই সঞ্জয় কুরেশি উপস্থিত থেকে মোদির রোড-শোয়ের শোভা বাড়িয়ে তোলেন। প্রধানমন্ত্রীর গুজরাট সফরের অংশ হতে পেরে খুশির বার্তা দেন পরিবারের সদস্যরাও।

কর্নেলের বোন সুনসারা (Shayna Sunsara) জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা খুবই গর্ব ও আনন্দের ব্যাপার। এটা একটা বিশেষ মুহূর্ত যা সবাই প্রত্যক্ষ করার সুযোগ পায় না। যখন প্রধানমন্ত্রী চলে গেলেন তখন সমগ্র জনতা জাতীয়তাবাদী স্লোগানে ভরিয়ে তুলল গোটা এলাকা, যা দেশের প্রতি তাঁদের বাস্তবিক ভালবাসা ও গর্বের প্রমাণ।

ভারতকে গর্ব এনে দেওয়া সোফিয়ার বাবা তাজ মহম্মদ জানান, এটা খুবই আনন্দের যে প্রধানমন্ত্রী আমাদের চিনতে পেরেছেন এবং সম্ভাষণ করেছেন। দিদি সোফিয়াকে দেশের কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানান সোফিয়ার ভাই সঞ্জয় কুরেশি।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version