Saturday, November 15, 2025

স্বাস্থ্য ভবনে IED বিস্ফোরণের হুমকি মেল! ভুয়ো আইডি, প্রাথমিক তদন্তে অনুমান

Date:

এয়ারপোর্ট, স্কুলের পরে এবার স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) IED বিস্ফোরণের হুমকি। বিস্ফোরণের এই হুমকি ইমেল এসেছে ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। মেলের খবর পেতেই রীতিমতো তৎপর বিধাননগর থানার পুলিশ। আরডিএক্স-আইইডি বিস্ফোরণের হুমকি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যকর্তার ইমেইল একাউন্টে এসেছিল এবং সেই মেলে চারটি আইইডি বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে বিধাননগর পুলিশের (Bidhannagar Police) সঙ্গে যোগাযোগ করা হয়। তবে, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল।

সূত্রের খবর, ৪টি আইইডি IED বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। নিমেষের মধ্যেই স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) চত্বর জুড়ে তল্লাশি শুরু করে বিধাননগর পুলিশ। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড গোটা এলাকায় তল্লাশি শুরু করে। স্বাস্থ্য ভবন চত্বর তল্লাশি হয়। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। কোথা থেকে ওই মেল এসেছিল তা জানতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও খবররাজ্যে করোনা আক্রান্ত বাড়ার হার সামান্য, ভয়ের কারণ নেই: দাবি প্রশাসনের

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি ভুয়ো ইমেল। পুলিশকে হেনস্থা করার জন্য এই মেল পাঠানো হয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানে হামলার হুমকির বিষয়টিকে একেবারেই হালকা করে দেখছে না পুলিশ। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার হামলার চেষ্টা চলছে। পাক হ্যাকাররা কিছু ভারতীয় সংস্থার মেল আইডি হ্যাক করেও ফেলেছিল। এই হুমকি মেলের নেপথ্যে কোনরকম পাক-যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। যদিও এখনও পর্যন্ত কে বা কারা এই মেল পাঠিয়েছে সেই সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version