Thursday, November 13, 2025

মঙ্গলে দিল্লির দলীয় কার্যালয়ে সব সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের

Date:

অপারেশন সিন্দুর ও পাক সন্ত্রাস নিয়ে সবাইকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি আগেই জানিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, সেই বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। তার আগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক বসতে চলেছে তৃণমূল। মঙ্গলবার, সব সাংসদদের দিল্লির (Delhi) দলীয় কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কারণে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ১২টায় দিল্লির সাউথ অ্যাভেনিউতে দলীয় কার্যালয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ হাজির থাকতে বলা হয়েছে। তবে কী নিয়ে বৈঠক-  সে বিষয়ে তৃণমূলের তরফে এখনও স্পষ্ট করা হয়নি। দেশের সুরক্ষা নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল আছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলনেত্রী (Mamata Banerjee)। সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। অপারেশন সিন্দুরের পরে প্রতিনিধিদল ফিরে এলে লোকসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এই বিষয়টি তৃণমূল বৈঠকে উঠে আসতে পারে। এই বৈঠক থেকে সেই দাবি তুলে সাংসদের প্রতিনিধিদলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো বা প্রধানমন্ত্রীর কাছে দাবি সনদ পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও খবরপাকিস্তানের পাশে থাকার অর্থ জঙ্গি সংগঠনকে সমর্থন: সিওলে তোপ দাগলেন অভিষেক

দিল্লিতে এখন কোনও সংসদীয় কার্যক্রম নেই। তবে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী মাসের মাঝামাঝি সংসদের বিশেষ অধিবেশন হতে পারে। তার প্রস্তুতি নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে।

 

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version