Saturday, August 23, 2025

মঙ্গলে দিল্লির দলীয় কার্যালয়ে সব সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের

Date:

অপারেশন সিন্দুর ও পাক সন্ত্রাস নিয়ে সবাইকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি আগেই জানিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, সেই বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। তার আগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক বসতে চলেছে তৃণমূল। মঙ্গলবার, সব সাংসদদের দিল্লির (Delhi) দলীয় কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কারণে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ১২টায় দিল্লির সাউথ অ্যাভেনিউতে দলীয় কার্যালয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ হাজির থাকতে বলা হয়েছে। তবে কী নিয়ে বৈঠক-  সে বিষয়ে তৃণমূলের তরফে এখনও স্পষ্ট করা হয়নি। দেশের সুরক্ষা নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল আছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলনেত্রী (Mamata Banerjee)। সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। অপারেশন সিন্দুরের পরে প্রতিনিধিদল ফিরে এলে লোকসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এই বিষয়টি তৃণমূল বৈঠকে উঠে আসতে পারে। এই বৈঠক থেকে সেই দাবি তুলে সাংসদের প্রতিনিধিদলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো বা প্রধানমন্ত্রীর কাছে দাবি সনদ পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও খবরপাকিস্তানের পাশে থাকার অর্থ জঙ্গি সংগঠনকে সমর্থন: সিওলে তোপ দাগলেন অভিষেক

দিল্লিতে এখন কোনও সংসদীয় কার্যক্রম নেই। তবে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী মাসের মাঝামাঝি সংসদের বিশেষ অধিবেশন হতে পারে। তার প্রস্তুতি নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version