রাজ্য সবরকমভাবে চাকরিহারা শিক্ষক সমাজের পাশে রয়েছে, বারবার এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) স্পষ্ট করেছিলেন। সোমবার আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার চিঠি দিয়েছিলেন চাকরিহারা (SSC teachers) আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। চিঠির প্রেক্ষিতে ইতিবাচক বক্তব্য পেশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতো সোমবার দুপুরেই শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষাসচিব (Education Secretary)।

আন্দোলনকারী শিক্ষকরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে যে চিঠি দিয়েছিলেন তাতে দেখা করার কারণ জানানো ছিল না। তা স্পষ্ট হলেই শিক্ষা দফতরের পক্ষ থেকে আলোচনায় সম্মতি রবিবারই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই মতো সোমবার সকালে নতুনভাবে চিঠি দেন আন্দোলনকারী শিক্ষকরা। চিঠি পেয়েই শিক্ষাসচিব বিনোদ কুমার আলোচনার জন্য ডাকেন আন্দোলনকারীদের।

শিক্ষকরা দাবি করেন, কীভাবে পরীক্ষা না দিয়ে চাকরি বহাল থাকতে পারে আন্দোলনকারী শিক্ষকদের, তা নিয়ে আলোচনা চান তাঁরা। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে ৩০ মে-র মধ্যে নতুন পরীক্ষার নির্দেশিকা যে রাজ্যকে প্রকাশ করতে হবে, তা কাদের জন্য থাকবে, তা নিয়ে স্পষ্ট অবস্থান জানানোর দাবি জানান আন্দোলনকারীরা। এই দুই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে আন্দোলনকারীদের (SSC teachers) ৬ জনের প্রতিনিধিদল যাচ্ছেন বিকাশ ভবনে শিক্ষাসচিবের (Education Secretary) সঙ্গে আলোচনায়।

–

–

–

–

–

–

–

–
–
–
–