ছেলেরা না পারলেও, ইস্টবেঙ্গলের(Eastbengal) মেয়েরা কিন্তু করে দেখালো। জাতীয় লিগের পর এবার কন্যাশ্রী কাপেও(Kanyashree Cup) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা দল। শ্রীভূমি এফসিকে টাই ব্রেকারে ৪-২ গোলে হারাল ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা ব্রিগেড। সেইসঙ্গেই এক নয়া নজিরও গড়ল তারা। একই মরসুমে জোড়া ট্রফি জিতে দ্বিমুকুট জিতল লাল-হলুদের মহিলা ব্রিগেড। জাতীয় লিগের ট্রফির পর কন্যাশ্রী কাপও এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাত দিয়েই উঠল ইস্টবেঙ্গল ফুটবলারদের হাতে। এদিন কিশোর ভারতীয় স্টেডিয়ামে হাড্ডহাড্ডি লড়াইয়ের পর জয়ের হাসি ফুটল ইস্টবেঙ্গল ফুটবলারদর মুখেই। কন্যাশ্রী কাপে মহিলাদের এমন সাফল্যে ক্রীড়ামন্ত্রী আপ্লুত। তারই পাশাপাশি এই মঞ্চ থেকেই আসন্ন সিএফএলে ভূমিপুত্রদের সংখ্যা বাড়ানোর বার্তাও দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)।
সেই মঞ্চ থেকেই আইএফএর উদ্দেশ্যে তিনি জানান, “আপনারা কয়েকদিন আগেই একটি বৈঠক করেছেন, সেখানে ঠিক হয়েছে পাঁচজন বাংলার ছেলে খেলতে পারবেন। খেলতে পারবেন সবাই। বাইরের ছেলেদের আধিক্যটা বেশি হচ্ছে। আমি শুধু আপনাদের আবারও একবার অনুরোধ করব, বাংলার ফুটবলের স্বার্থে। বাংলার ছেলেদের খেলানোর সংখ্যাটা আরও একটু বাড়ান”।
বেশ কয়েকদিন আগেই ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এদিন কন্যাশ্রী কাপের(Kanyashree Cup) ফাইনালেও যে শ্রীভূমি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল খানিকটা ফেভারিট হয়েই নেমেছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও জাতীয় লিগ চ্যাম্পিয় হওয়া সেই দলের অনেকেই অবশ্য এই ম্যাচে ছিলেন না। তবুও দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা বাহিনী। সেইসঙ্গে লাল-হলুদের গোলরক্ষক মামনি দাস। কার্যত তাঁর বিশ্বস্ত হাতেই এদিন টাইব্রেকারে রক্ষা পায় ইস্টবেঙ্গল।
এদিন শ্রীভূমি এফসির সঙ্গে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর চার মিনিটের মধ্যেই সুলঞ্জনার গোলে এগিয়ে যায় লাল-হলুদ মহিলা ব্রিগেড। কিন্তু সেই ব্যাবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে শ্রীভূমি এফসি। ম্যাচ গড়ায় শেষপর্যন্ত টাই ব্রেকারে।
সেখানে প্রথম শট মিস করে ইস্টবেঙ্গল। বেশ চাপে পড়ে গিয়েছিল লাল-হলুদ বাহিনী। সেই পরিস্থিতিই মামনি দাসের দুরন্ত গোলকিপিং ইস্টবেঙ্গলকে ম্যাচে ফেরায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। টাই ব্রেকারে শ্রীভূমি এফসিকে ৪-২ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল মহিলা দল।
–
–
–
–
–
–
–
–
–
–