Tuesday, November 4, 2025

পরপর তিন দিন ধরে ঝাড়খণ্ডের পালামৌ (Palamu) এলাকায় মাওবাদী (Maoist) দমন অভিযানে সাফল্য যৌথ বাহিনীর। সোমবার নিহত মাও নেতা নীতেশ যাদবের দলের অন্যতম সদস্য তুলসি ভুঁইয়া। মঙ্গলবারের গুলির লড়াইতে একাধিক মাওবাদী কর্মী নিহত হওয়ার পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

লাতেহারের মাওবাদী ডেরায় অভিযান চালানোর পরে পালামৌ এলাকায় লাগাতার মাওবাদী-বিরোধী অভিযানে যৌথ বাহিনী। মঙ্গলবার পালামৌয়ে অভিযান চালায় ঝাড়খণ্ডের (Jharkhand) জাগুয়ার ও পালামৌ পুলিশ বাহিনী। সেই অভিযানে আহত হন এক মাও কমান্ডার, প্রথমটায় এমন খবর পায় যৌথ বাহিনী। সেই সূত্র ধরে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তল্লাশিতে উদ্ধার হয় মাওবাদী (Maoist) কমান্ডার তুলসির দেহ। উদ্ধার হয় একটি এসএলআর (SLR) বন্দুক।

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়, যৌথ বাহিনীর গুলিতে আহত অবস্থায় একাধিক মাওবাদী জঙ্গলে রয়েছে বলে তাঁদের কাছে খবর আছে। সেই মতো মঙ্গলবার তল্লাশি জারি রাখা হয়েছে। তবে শীর্ষ মাও নেতা নীতীশ যাদব সোমবার নিহত হওয়ার পরে তার সংগঠনের সদস্যদের ধরা সহজ বলে ধারণা পুলিশের। ইতিমধ্যেই পালামৌয়ের পুলিশ সুপার রিশমা রামেশন ওই এলাকায় জঙ্গলেই ক্যাম্প করে রয়েছেন অভিযানে নেতৃত্ব দিতে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version