Sunday, January 11, 2026

স্বাস্থ্য থেকে পরিকাঠামো! মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গজুড়ে উন্নয়নের ছোঁয়া লাগলেও আলিপুরদুয়ারে সেই গতি যেন আরও তীব্র। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক ও পানীয় জল—জেলার প্রতিটি পরিকাঠামোতেই চলছে একাধিক প্রকল্প। সরকারের দাবি, উন্নয়ন পৌঁছে যাচ্ছে জেলার প্রতিটি মানুষের দোরগোড়ায়।

সম্প্রতি শিলিগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন। সেই তালিকায় আলিপুরদুয়ারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পও ছিল। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে একটি চারতলা নতুন ভবনের। ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে স্থানান্তর করা হয়েছে ৫০ শয্যার শিশু বিভাগ।

শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে বক্সা ফিডার রোডের মানোন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল।

ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগানে পানীয় জলের সমস্যার সমাধানে নেওয়া হয়েছে বড়সড় পদক্ষেপ। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন রিজার্ভার ও পাইপলাইন। অন্যদিকে, কুমারগ্রাম ব্লকের জয়ন্তী থেকে ধওলা ঝোরা চা বাগানের মধ্যে চলাচলের সুবিধার্থে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি কালভার্ট।

স্থানীয়দের বহুদিনের দাবিকে মান্যতা দিয়ে কালচিনি ব্লকের হামিল্টনগঞ্জ বাজারে তৈরি হচ্ছে হাট শেড। খরচ ধরা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ টাকা। এছাড়া, মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুং নদীর ওপর ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে একটি সেতু। শুধু বড় প্রকল্পই নয়, রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয়েছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, বৃদ্ধাবাস নির্মাণ ও সৌরশক্তিতে চালিত পানীয় জল প্রকল্পের জন্যও বিপুল অর্থ। মোটের উপর, মুখ্যমন্ত্রীর বিশেষ নজরে উত্তরবঙ্গ এবং বিশেষ করে আলিপুরদুয়ারে চলছে উন্নয়নের এক নিরবচ্ছিন্ন ধারা। সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এমন বহু প্রকল্প ইতিমধ্যেই রূপায়ণের পথে। প্রশাসনের আশা, এই উন্নয়ন প্রকল্পগুলি সম্পূর্ণ হলে বদলে যাবে জেলার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক চেহারা।

আরও পড়ুন – সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে’র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...