টেনিস কোর্টে ভারতের কাছে হার, করমর্দনে চরম অভদ্রতা পাক প্লেয়ারের

Date:

Share post:

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আজ এতদিন পর্যন্ত প্রত্যক্ষভাবে খেলার মাঠে না পড়লেও দু’দেশের সমর্থকদের মধ্যে তা বেশ লক্ষ্য করা যেত। কিন্তু এবার সব সীমা ছাড়ালো পাকিস্তান। অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপে (Under sixteen Junior Davis Cup in Kazakhstan) ভারতীয় খেলোয়াড়ের কাছে হেরে যাওয়ার পর প্রতিপক্ষের সঙ্গে চূড়ান্ত অভব্য আচরণ করলেন পাকিস্তানের টেনিস প্লেয়ার (Pakistan Tennis player)। খেলা শেষে শুধু যে হাত মেলাতে অস্বীকার করেন তাই নয়, ভারতীয় খেলোয়াড়কে ধাক্কা মেরে তাচ্ছিল্যের ভঙ্গিতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পাক টেনিস প্লেয়ার। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সর্বত্র।

খেলার মাঠের বাইরের পরিস্থিতি যাই হোক না কেন সেটা যাতে কোনভাবেই স্পোর্টিং স্পিরিটকে নষ্ট করতে না পারে সে ব্যাপারে বরাবরই আগ্রহ দেখিয়েছে ভারত। ক্রিকেটের পিচ হোক বা টেনিসের কোর্ট, ভারতীয় প্লেয়াররা খেলোয়াড় সুলভ মানসিকতার পাশাপাশি সৌজন্যের নজির গড়েছেন প্রতিক্ষেত্রে। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। কিছুতেই নিজেদের স্বভাব চরিত্র বদলাতে পারছে না জঙ্গি মদতকারী দেশ। তাই বলে টেনিস প্রতিযোগিতার শেষে যে পাকিস্তানের প্লেয়ার এতটা অসৌজন্য দেখাতে পারেন সেটা আয়োজক থেকে দর্শক কেউই কল্পনা করতে পারেননি।

ঠিক কী ঘটেছিল? কাজাখিস্তানে আয়োজিত এশিয়া-ওশেনিয়া অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপের শনিবারের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রথম দু’টি সিঙ্গলসেই জিতে যান ভারতের দুই প্রতিযোগী প্রকাশ সারান এবং তাভিশ পাহওয়া। ভারতের কাছে ২-০ তে পরাজয় প্রতিবেশী রাষ্ট্রের খেলোয়াড় মেনে নিতে পারেননি। ম্যাচ হারের রাগ উগরে দিলেন করমর্দনের সময়ে। ভাইরাল ভিডিওতে (সত্যতা যাচাই করা হয়নি) দেখা যাচ্ছে, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর প্রথামাফিক হাত মেলানোর জন্য এগিয়ে যান ভারতের খেলোয়াড়। কিন্তু উলটোদিকে থাকা পাক প্রতিযোগী একেবারে তাচ্ছিল্যের ভঙ্গিতে ভারতীয় প্লেয়ারের হাতে ধাক্কা মেরে চলে যান। কয়েক মুহূর্তের মধ্যে ফিরে এসে ফের হ্যান্ডশেকের নামে প্রতিপক্ষকে হাতে আঘাত করেন পাকিস্তানি টেনিস প্লেয়ার। তৃতীয়বার হাত মেলালেন বটে, কিন্তু তাতে পেশাদারিত্ব কিংবা খেলোয়াড়ি মানসিকতার বিন্দুমাত্র ছাপ ছিল না। অথচ অন্যদিকে ভারতের খেলোয়াড় ধৈর্য ধরে শান্তভাবে অপেক্ষা করছিলেন নিয়ম মেনে হাত মেলানোর জন্য। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নেটপাড়া। কেউ ধিক্কার জানাচ্ছেন, আবার কেউ বলছেন পাকিস্তানের প্রতিযোগীকে পাল্টা জবাব দেওয়া উচিত। ভারত বনাম পাকিস্তানের যেকোনও ম্যাচ মানে তার উন্মাদনা তুঙ্গে থাকে, কিন্তু দুই দেশের কূটনৈতিক বা রাজনৈতিক সম্পর্কের প্রভাব যদি খেলার মাঝে এসে পড়ে তাহলে সেটা কোনভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...