নিরাপত্তার স্বার্থে পাশে থাকলেও কুৎসা করলে কড়া জবাব: মোদিকে পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

কেন্দ্রের পাঠানো সংসদীয় প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। তিনি বিদেশের মাটিতে বেস্ট পারফরম্যান্স করছেন। কড়া ভাষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন, এমন একটা সময় প্রধানমন্ত্রী আসছেন বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনীতি করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বঙ্গ সফরের আগে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রে বিরোধিতা করছে না তৃণমূল। কিন্তু নরেন্দ্র মোদি রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করেছেন। এই নিয়ে তীব্র আক্রমণ করেন কুণাল। প্রধানমন্ত্রীকে মনিপুরের কথা মনে করিয়ে কুণালের প্রশ্ন, সেখানে যাননি কেন!

বৃহস্পতিবার, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জোড়া সভা মোদির। বঙ্গ বিজেপিকে (BJP) বার্তা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সভা করারও কথা রয়েছে তাঁর। তার আগেই রাজ্যের শাসকদলকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন মোদি (Narendra Modi)। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় তুলোধনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বলেন, ”দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অত্যন্ত বিচক্ষণের মতো আমাদের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী কেন্দ্রের প্রতি সৌজন্য দেখিয়েছেন। বারবার তিনি বলছেন, যে কোনও সিদ্ধান্তে কেন্দ্রের পাশে রয়েছেন। এই সৌজন্যের পালটা তাঁর সরকারকেই আক্রমণ করছে কেন্দ্র! ২ বছর ধরে মণিপুর জ্বলছে, অরাজক পরিস্থিতি। ওখানে একবারও তাঁর যাওয়ার সময় হল না, অথচ ছাব্বিশের ভোটের আগে বাংলায় আসছেন!”
আরও খবরটেনিস কোর্টে ভারতের কাছে হার, করমর্দনে চরম অভদ্রতা পাক প্লেয়ারের

কুণালের কথায়, ”জঙ্গি হানায় কাশ্মীরে কত মানুষের মৃত্যু হয়েছে, সেইসব জায়গায়, সেইসব গ্রামে উনি কিন্তু যাননি। সেখানে তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছেন। সেই ঘটনাস্থলে আমাদের দলের লোকেরা গিয়েছেন। মণিপুর জ্বলছে, আজ অবধি উনি ওখানেও যাননি। কিন্তু উনি আসছেন বাংলার আলিপুরদুয়ারে। গণতান্ত্রিক দেশে যাঁর যেখানে ইচ্ছা যেতেই পারেন। কিন্তু তার জন্য তৃণমূল সরকারকে কেন আক্রমণ? এখানে এই সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে, তা গোটা দেশে বিরল।” কেন্দ্রের কাছে বাংলার যে বকেয়া রয়েছে, তা দেওয়ার দাবি জানিয়ে কুণাল কটাক্ষ করে বলেন, খালি হাতে আসছেন কেন! বাংলার বকেয়া দিন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবলীল ভাষায় ভারতের কথা বিদেশের মঞ্চে তুলে ধরছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দলনেত্রী বারবার বলছেন কেন্দ্রের পাশে আছেন, তখন নরেন্দ্র মোদির এই ধরনের আক্রমণ অনভিপ্রেত।

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...