Tuesday, November 4, 2025

দেশের মানুষের জানার অধিকার আছে: সংসদের বিশেষ অধিবেশন চেয়ে চিঠি তৃণমূলের

Date:

সংসদীয় রাজনীতিতে দেশের কর্মপদ্ধতি নিয়ে সব কিছু জানানোর উপযুক্ত মঞ্চ সংসদ (Parliament)। সংসদেই দেশের জনপ্রতিনিধিরা দেশবাসীর মানুষের বার্তা তুলে ধরা থেকে দেশের উদ্দেশ্যগুলি দেশের মানুষের জন্য নিয়ে থাকেন। পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভারতীয়দের মধ্যে যে আশঙ্কা রয়েছে, তা নিরসন করতেও তাই সংসদে অধিবেশন ডেকে কেন্দ্রের সরকারের বক্তব্য পেশের দাবি জানালো বাংলার শাসকদল তৃণমূল। মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে (Prime Minister) তৃণমূল সাংসদদের তরফে চিঠি লেখা হয়েছে।

২২ এপ্রিল পহেলগাম হামলার (Pahalgam attack) পরবর্তীতে ভারতের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সত্য প্রকাশ করার দাবি তৃণমূলের। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, ১০০ জন যে সন্ত্রাসবাদীদের হত্যা করতে যে ভারতীয় সেনানিরা সফল হয়েছে, আরও যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই সবকিছু জানার অধিকার ভারতের নাগরিকদের আছে। ভারতের সংসদীয় রাজনীতিতে (Parliamentary politics) ভারতীয়দের সবকিছু তুলে ধরতে একমাত্র সমাধান সংসদে (Parliament) তুলে ধরা। তাই বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার।

কেন্দ্রের বক্তব্য শোনার পাশাপাশি তৃণমূলের দাবি, তাঁদের বক্তব্যও শোনা প্রয়োজন কেন্দ্রের। সেই সম্পর্কে সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ভারতের সীমান্ত এলাকাগুলিতে পাকিস্তানের হামলার শিকার ভারতীয় নাগরিকদের দুর্দশা প্রত্যক্ষ করেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সীমান্তের গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তাও দেওয়া হয়েছে। তৃণমূলই প্রথম দল হিসাবে সেখানে প্রতিনিধিদল পাঠিয়েছে।

এরই প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে সাগরিকা বলেন, সংসদের নিরপেক্ষ প্রতিনিধি কপিল সিব্বল (Kapil Sibbal) যে দাবি তুলে ছিলেন, সেই দাবিকেই সমর্থন করে এবার আমরাও দাবি জানাচ্ছি সংসদের বিশেষ অধিবেশনের। বিদেশে সর্বদলের প্রতিনিধি (delegation) পাঠিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা সবাই একজোট। সেক্ষেত্রে গণতন্ত্রের সর্বোচ্চ সংস্থা সংসদে আলোচনার মাধ্যমে তুলে ধরা দরকার দেশের একতাকে প্রতিষ্ঠা করার জন্য।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version