ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur Accident)। বুধবার রাতে ১১৬ বি জাতীয় সড়কে নন্দকুমারগামী অটোতে ইড়িনঞ্চি ব্রিজের কাছে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। গুরুতর জখম হয়েছেন ৩ জন। তবে ঘাতক লরিটির চালক এবং খালাসি পলাতক।
আরও পড়ুন-মোদির বঙ্গসফরে ব্রাত্য, বিজেপিতে কি আরও বাড়ল দূরত্ব? সোজাসাপ্টা জবাব দিলীপের
মৃতদের নাম সেখ জাহাঙ্গীর আলি, হুমেরা খাতুন, আফসানা বিবি, মুনমুন খাতুন ও সেখ মোতি। অটোতে মোট আট জন যাত্রী ছিলেন। লরিটি সজোরে ধাক্কা মারতেই (Purba Medinipur Accident) অটো উলটে যায়। এই মুহূর্তে আহতরা তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ৫ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে খেজুরি থানার অন্তর্গত হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।
_
_
_
_
_
_
_
_
_
_
_
_