Sunday, November 16, 2025

ত্রিকোণ প্রেমের জেরে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার আমডাঙা। মঙ্গলবার রাতে পদ্মলাভপুর এলাকায় গুলিবিদ্ধ হলেন মুশিয়ার মন্ডল নামে এক যুবক। অভিযোগ, মুশিয়ারের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওমার আলীর ছেলে আরিফুল। সেই সম্পর্কের জেরেই ঘটে এই গুলির ঘটনা।

সূত্রের খবর, রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির কিছুটা দূরে মুশিয়ারকে দেখতে পান আরিফুল। অভিযোগ, তখনই আচমকা বন্দুক বার করে গুলি চালান তিনি। গুলি মুশিয়ারের ডান গাল ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে মুশিয়ার ও আরিফুলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু মুশিয়ারের স্ত্রীর সঙ্গে আরিফুলের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় সেই সম্পর্ক ভেঙে যায়। বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, উপপ্রধানের ছেলের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং ইতিমধ্যেই আরিফুলকে গ্রেফতার করেছে। মুশিয়ারের স্ত্রীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এই অপরাধ সংগঠিত হয়ে থাকলে তা উদঘাটন করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – জাকার্তায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তায় আসিয়েন-ও পাশে: জানালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version