সব প্রজেক্ট আপনার নামে। সেনাদের নামে কেন নয়? বৃহস্পতিবার নবান্ন থেকে প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে প্রশ্ন ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধু নিজের নামে প্রচার চাই। তাই সব প্রকল্পে নিজের নাম। কেন শুধু আপনাদের নামে প্রকল্প হবে। কেন সেনার নামে কোনও প্রজেক্ট করেন না? যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, তাদের নামে কোনও প্রজেক্ট হয় না। আমরা চাই, সেনার নামে প্রকল্প হোক। এরপরই মুখ্যমন্ত্রী তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বলেন, আপনি ৬০ শতাংশ দিচ্ছেন আর রাজ্য ৪০ শতাংশ দিচ্ছে, তাও কেন সবকিছু শুধু আপনার নামেই থাকবে।
আরও পড়ুন – মর্মান্তিক! কানাইপুরে উদ্ধার নিখোঁজ নাবালিকার মৃতদেহ, ধর্ষণ ও খুনের মামলা রুজু পুলিশের
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_