Sunday, August 24, 2025

বিশ্ব পরিবেশ দিবসের আগে গ্রামোন্নয়ন পরিদর্শনে বিশেষ অভিযান, নজরে ‘মিশন নির্মল বাংলা’

Date:

Share post:

গ্রামোন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য জুড়ে বিশেষ পরিদর্শন অভিযান শুরু করছে পঞ্চায়েত দফতর। আগামীকাল থেকে ৫ জুন পর্যন্ত, টানা সাতদিন ধরে চলবে এই জেলা ভিত্তিক পরিদর্শন পর্ব। প্রতিটি জেলায় তিন জন করে দফতরের আধিকারিককে নিয়ে গঠিত বিশেষ দল বিভিন্ন গ্রামে ঘুরে খতিয়ে দেখবেন ‘মিশন নির্মল বাংলা’, ‘কর্মশ্রী’, ‘বাংলার বাড়ি’, ‘পথশ্রী’, ‘আনন্দধারা’-সহ একাধিক প্রকল্পের অগ্রগতি।

পঞ্চায়েত দফতর সূত্রে খবর, রাজ্যস্তরের নির্দেশ বাস্তবায়নে জেলা, মহকুমা ও ব্লক স্তরের প্রশাসন কতটা সঠিকভাবে কাজ করছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন এই পরিদর্শকরা। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই তৈরি হবে অগ্রগতির রিপোর্ট। বিশেষ নজর দেওয়া হচ্ছে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে। সম্প্রতি নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যস্তরের কর্মশালায় বর্জ্য নিষ্কাশন, ধূসর জল ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাকে এই ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে পৌঁছাতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের আগে এই বিশেষ অভিযানে নতুন পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দফতরের আধিকারিকরা। মঙ্গলবারই প্রতিটি জেলা প্রশাসনকে এ বিষয়ে বিস্তারিত বার্তা পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকদেরও প্রাসঙ্গিক তথ্যসহ বৈঠকে উপস্থিত থাকতে হবে।

পরিদর্শনের যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকদের। সরকারি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে প্রায় ১২ লক্ষ উপভোক্তা আর্থিক সহায়তা পেয়েছেন। নির্বাচনের আগে গ্রামীণ সড়ক উন্নয়ন সংক্রান্ত বড়সড় ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফিল্ড ভিজিট’-এর ওপর জোর দেওয়ার বার্তারই প্রতিফলন এই বিশেষ অভিযান, এমনটাই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

আরও পড়ুন- অস্কারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো ইস্টবেঙ্গল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...