সিঁদুর মা-বোনেদের আত্মসম্মান, সেটা বেচা যায় না: মোদিকে তোপ মমতার, মনে করালেন স্ত্রীর প্রসঙ্গ

Date:

Share post:

দেশের নিরাপত্তাকে প্রধান্য দিতে অপারেশন সিন্দুরের পাশে থেকে কেন্দ্রকে সমর্থন জানিয়েছে তৃণমূল। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের এসে সৌজন্যের বদলে বাংলার শাসকদলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এর পাল্টা নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায়, অপারেশন সিঁদুরের নাম দিয়েছে কেন্দ্র। রাজনৈতিকভাবে আকর্ষণীয় করতেই সিঁদুরের এরকম নামকরণ করা হয়েছে। রাজনীতির হোলি খেলতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। সিঁদুর মা বোনেদের আত্মসম্মান, সেটা বেচা যায় না- তীব্র কটাক্ষ মমতার। মনে করালেন মোদির স্ত্রীকে অবহেলার প্রসঙ্গও।

তীব্র কটাক্ষ করে মমতা (Mamata Banerjee) বলেন, “অপারেশন সিঁদুর নাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এবিষয়ে এখনি কিছু বলব না। বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা যখন দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তখন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন বিজেপিরই লোক। অপারেশন সিন্দুর নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে। তাঁরা স্বামীদের থেকে সিঁদুর নেন। কিন্তু আপনি তো সবার স্বামী নন। আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না? আমি দুঃখিত। এটা আমার বলার কথা ছিল না। কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে।“

এরপরেই বাংলা নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “উনি রাজ্যে এসে বলছেন, বাংলায় অপারেশন সিঁদুর করবেন। তার মানে সন্ত্রাসবাদীদের সঙ্গে বাংলার মাটি বাংলার মহিলাদের মর্যাদা মিশিয়ে দিয়েছেন। এটা তিনি করতে পারেন? বাংলায় এসে বাংলার মানুষকে, বাংলার মাটিকে অপমান করছেন। বাংলার মহিলাদের অপমান করছেন।  অপারেশন সিন্দুর নিয়ে তো সমস্ত বিরোধীরা মিলে গোটা দুনিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করছেন। আর এখানে আপনি নিজের পাবলিসিটি করে বেড়াচ্ছেন। আগে বলুন পহেলগামে মহিলাদের সিঁদুর মোছা ওই চার জঙ্গি কোথায় গেল? তাদের এখনও ধরতে পারলেন না কেন?“

এরপরেই আলিপুরদুয়ারের (Alipurduwer) সভায় প্রধানমন্ত্রীর মুর্শিদাবাদ ও মালদহ মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “মালদা, মুর্শিদাবাদে হামলা করেছে BJP। আমাদের কাছে প্রমাণ রয়েছে। লজ্জা করে না বলতে? যে দলের এমপি মহিলাদের অসম্মান করে সেই দলের প্রধানমন্ত্রীর মুখে এই ধরণের কথা শোভা পায় না। প্রধানমন্ত্রী এক সময় বলতেন চাওয়ালা ছিলেন। চা বেচতেন। এখন বলছেন, সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না।“
আরও খবরক্ষমতা থাকলে আগামিকালই বাংলায় নির্বাচন করুন : মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলায় মহিলাদের নিরাপত্তা ও সম্মান প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “বাংলার মা-বোনেরা সম্মানের সঙ্গে বাঁচেন। উত্তরপ্রদেশে হয়, অসমে, গুজরাতে, মধ্যপ্রদেশে হয়। উত্তরপ্রদেশের রাস্তায় তো গাড়িতে বসে অশ্লীল আচরণ করেন। দাঙ্গা লাগানোর ওস্তাদ বিজেপি। বাংলা হচ্ছে মানবিক সরকার। সিঁদুর মা বোনেদের আত্মসম্মান, সেটা বিক্রি করা যায় না। এসব উত্তরপ্রদেশে হয়, মধ্যে প্রদেশে হয়।“

spot_img

Related articles

কেন্দ্রীয় মন্ত্রী-আমলাদের সঙ্গে ছবি দিয়ে হুগলিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র! ধৃত ৫

কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে ছবি দিয়ে রেলে চাকরি দেওয়ার নামে বড়সড়ো প্রতারণা চক্রের পর্দা ফাঁস। হুগলির (Hooghly)...

কারখানার শৌচালয়ে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

শৌচালয়ে উদ্ধার রক্তাক্ত দেহ! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (narendrapur at south 24 parganas) এক পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার...

এক নজরে আজ সোনা রুপোর দাম

দীপাবলি উৎসব (Diwali celebration) শেষে বাংলায় এখন ছট পুজো -জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি। উৎসবের আমেজ শেষ হতে না হতেই...

শক্তি বাড়ালো আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় ভোলবদলের পূর্বাভাস! 

অক্টোবরের শেষ সপ্তাহে রোদ ঝলমলে দক্ষিণবঙ্গের দেখা মিললেও উইকেন্ডে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...