Thursday, November 6, 2025

পাক-বিরোধী প্রচারে কীভাবে যোগ দেবেন প্রবাসীরা: জাকার্তায় বোঝালেন অভিষেক

Date:

প্রতিটি নতুন দেশ, প্রতিবার নতুনভাবে পাকিস্তানবিরোধী প্রচারে দেশের প্রথম সারির নেতা থেকে সাধারণ মানুষ, প্রবাসী ভারতীয়দের সামনে ভারতের অবস্থান তুলে ধরেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইন্দোনেশিয়ার জাকার্তায় (Jakarta) প্রবাসী ভারতীয়দের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হওয়ার বার্তা দিলেন তিনি। যেভাবে ভারতের জনপ্রতিনিধি থেকে আধিকারিকরা দলমত নির্বিশেষে ভারতের জন্য, ভারতের সমর্থনে প্রচারে বিশ্বের পূর্ব থেকে পশ্চিমে প্রচার চালাচ্ছেন, সেভাবেই প্রবাসীদেরও (Indian diaspora) নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন করলেন তিনি।

জাকার্তায় প্রবাসী ভারতীয় ও বণিকদের সামনে অভিষেক তুলে ধরেন, আপনাদের মধ্যে কতজনের ফোনে সেই ছবি সেভ করা রয়েছে, যেখানে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলরা জঙ্গিদের অন্তিম কাজে যোগদান করছেন, সেটা দেখা যাচ্ছে। কারো নয়। এটাই পার্থক্য। আমাদের প্রত্যেককে নিজেদের কাজ করতে হবে। আমাদের এটা জানতে হবে যে আমাদের পক্ষ থেকে নিজেদের যুক্ত করতে হবে, নিশ্চিত করতে হবে, যাতে আমরা এই ঘটনাকে তুলে ধরতে, প্রচার করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (social media platform), সোশ্যাল হ্যান্ডেলে (social media handle), নিজেদের বৃত্তে। পাকিস্তানের পর্দাফাঁস করতে হবে। আমারও প্রত্যেকে নিজেদের দিক থেকে যথাসাধ্য করছি।

সেই সঙ্গে তাঁদের আহ্বান জানান, ওই ছবি নিজেদের কাছে রাখুন। আপনাদের বন্ধু, ইন্দোনেশিয়ান বন্ধুদের দেখান। সেই সঙ্গে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ—আপনারা যখন পরেরবার ভারতে আসবেন, তখন আপনার ভ্রমণের সময়সীমা আরও তিন দিন বাড়ান। সেই বাড়তি তিনদিনে আপনারা ও আপনার পরিবার কাশ্মীর ভ্রমণে যান—এই ছোট্ট পদক্ষেপে কাশ্মীরের পর্যটন (Kashmir tourism) ও ভারতের অর্থনীতি উপকৃত হবে।

পাকিস্তান বিরোধী প্রচারে প্রবাসীদের (Indian diaspora) দায়িত্ব মনে করিয়ে দিতে গিয়ে দেশের রাজনীতিকদের বর্তমান অবস্থান তুলে ধরেন। তৃণমূল ও সাংসদ অভিষেকের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে অভিষেক বলেন, আমাদের প্রতিনিধি দলের গঠনই দেখুন। আমার শাসক দলের সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমি আমার রাজনৈতিক মতামতকে স্থান দেব না। আমি কাজ করে যাব দেশের স্বার্থেই। শাসকদলের বিরুদ্ধে আমি দাঁতে দাঁত চেপে লড়াই চালাবো, এক ইঞ্চিও জমি ছাড়ব না। কিন্তু কোনওভাবেই আমার দেশের স্বার্থকে বিঘ্নিত করব না। এই বিষয়ে কোনও ভুল নেই। এবং এই জন্যই আমরা আজ এখানে এসেছি।

পাশাপাশি অন্যান্য দেশে যেভাবে পাকিস্তানের মুখোশ খুলেছেন অভিষেক, একইভাবে জাকার্তাতেও (Jakarta) ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, পাকিস্তান নিজেদের ভিকটিম (victim) দেখানোর চেষ্টা করছে। নিজেরাই বাড়িতে আগুন লাগিয়েছে (arsonist)। আবার নিজেরাই দমকল কর্মী সেজে আগুন নেভানোর নাটক করছে। অন্যদের উপর ভরসা না করে, আমাদেরই দায়িত্ব পাকিস্তানের মুখোশ বিশ্ববাসীর সামনে খুলে দেওয়া। ৯/১১ হোক বা ২৬/১১—প্রায় সব বড় সন্ত্রাসবাদী হামলার সূত্রই পাকিস্তানে গিয়ে মেলে। হাফিজ সঈদ, ওসামা বিন লাদেন, কিংবা জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন—সব কিছুরই সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। তারা একদিকে শান্তি আলোচনার নাটক করে, অন্যদিকে অস্ত্র চালায়। সন্ত্রাস ও শান্তি আলোচনা একসঙ্গে চলতে পারে না।

সেই সঙ্গে ফের একবার ভারতের দিক থেকে কী দাবি হওয়া প্রয়োজন, তা স্পষ্ট করে অভিষেক জাকার্তায় বলেন, আমাদের অবস্থান স্পষ্ট হোক: আমরা পাক অধিকৃত কাশ্মীর (POK) পুনরুদ্ধার নিয়েই আলোচনা করব, যেখানে ভারতীয়দের উপর সন্ত্রাস হামলার ছক কষা হয়েছে, এবং রক্তপাতের জন্য সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

Related articles

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti...

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...
Exit mobile version