Monday, August 25, 2025

বর্ষা আসার আগে রাজ্য সরকারের আশঙ্কা ও অভিযোগের সুর মেনে নিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) (DVC)। জলাধারে পলি জমে (siltation) জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ এদিন কার্যত স্বীকার করে নিলেন ডিভিসির (DVC) চেয়ারম্যান সুদেশ কুমার। একইসঙ্গে আশ্বাস দিয়েছেন, রাজ্যের অনুরোধ মেনে এবার একসঙ্গে ৫০ হাজার কিউসেকের বেশি জল ছাড়ার চেষ্টা করা হবে না।

শুক্রবার সাংবাদিক বৈঠকে ডিভিসি চেয়ারম্যান জানান, ২৬ এপ্রিল মুখ্যসচিব এবং ২৯ মে সেচমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে রাজ্য জলছাড়ার বিষয়ে স্পষ্ট অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ মেনেই এবার থেকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে বাঁধগুলি (barrages) থেকে জল ছাড়া হবে।

তবে তিনি এ-ও জানান, বর্ষার শেষ দিকে অতিবৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। গত বছর শেষ পর্যায়ে ঝাড়খণ্ডে (Jharkhand) গভীর নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি হয়েছিল। তখন প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছিল ডিভিসি, যা নিয়ে রাজ্য-ডিভিসির মধ্যে তীব্র চাপানউতোর তৈরি হয়। সেই অভিজ্ঞতা এ বছর মাথায় রেখেই আগাম সতর্ক বার্তা দিয়েছে ডিভিসি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, এদিন মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ মেনে নিয়ে সুদেশ কুমার বলেন, “একেবারে ভুল বলেন না মুখ্যমন্ত্রী। পলি তোলার (desiltation) সমস্যা রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কিছু জটিলতা রয়েছে।” তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, এই পলি (siltation) তোলা সম্ভব না হওয়াতেই ডিভিসির (DVC) নিয়ন্ত্রণাধীন চারটি বাঁধের (barrages) জল ধারণ ক্ষমতা ৩৪ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বর্ষা কেটে যাওয়ার পর নতুন করে পলি উত্তোলনের (desiltation) কাজে জোর দেওয়া হবে। তবে সে কাজে ঝাড়খণ্ডের প্রশাসনিক সহযোগিতা কতটা পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version