জানালা দিয়ে বান্ডিল বান্ডিল নোট ছুড়েও শেষরক্ষা হল না, ২ কোটি নগদ-সহ গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ার!

Date:

Share post:

৫০০ টাকার বান্ডিল একের পর এক জানালা দিয়ে বাইরে ছুড়ছেন এক সরকারি ইঞ্জিনিয়ার! শুক্রবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। ঘুষের টাকা যাতে পুলিশের (Police) হাতে ধরা না পড়ে তা থেকে বাঁচতে এমনই কাণ্ড ওড়িশার (Odissa) গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার (Chief Engineer) বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গি। কিন্তু শেষরক্ষা হল না। রাজ্য ভিজিল্যান্স বিভাগের অভিযানে ২ কোটির টাকারও বেশি নগদ-সহ হাতেনাতে ধরা পড়লেন তিনি।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বৈকুণ্ঠনাথ সারেঙ্গির বিরুদ্ধে কাজের বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ জমা পড়ছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ভুবনেশ্বরের (Bhubaneswar) তাঁর ফ্ল্যাটে হানা দেয় ২৬ ভিজিল্যান্স আধিকারিকের একটি দল। খবর পেয়েই বাঁচতে জানালা দিয়ে একের পর এক টাকার বান্ডিল নীচে ছুড়ে ফেলতে থাকেন অভিযুক্ত। কিন্তু তাতে শেষরক্ষা হল না। শেষপর্যন্ত হাতেনাতে ধরা পড়তে হল বৈকুণ্ঠনাথকে।

ষড়ঙ্গির ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ১ কোটি টাকা এবং অঙ্গুলের বাড়ি থেকে আরও ১.১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৫০০, ২০০, ১০০ ও ৫০টাকার নোটের বান্ডিল। এছাড়া পুরী-সহ আরও ৭টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। ইতিমধ্যেই ওই ইঞ্জিনিয়রকে (Chief Engineer) হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। এই টাকার উৎস কি এবং আরও কারা এর সঙ্গে যুক্ত, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভিজিল্যান্স।

spot_img

Related articles

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...